IPL নিলাম: চড়া দাম পেলেন সামি, দর কমল ঋদ্ধির

কলকাতা: আইপিএল নিলামে ১ কোটি ২০ লাখ টাকায় ঋদ্ধিমান সাহাকে নিয়ে নিল সানরাইজার্স হায়দ্রাবাদ। ৪ কোটি ৮০ লাখে কিংস ইলেভেন পাঞ্জাবের কাছে বিক্রি হলেন মহম্মদ সামি। তাঁর ভিত্তিমূল্য ছিল ১ কোটি টাকা। ২ কোটি ৪০ লাখে বরুণ আরনকে নিয়েছে রাজস্থান রয়্যালস। গতবার তাঁকে নেওয়ার কেউ ছিল না। জয়দেব উনাকড়কেও ৮ কোটি ৪০ লাখে কিনেছে তারা।

04abd54ec2edac38db77451b356fd01f

IPL নিলাম: চড়া দাম পেলেন সামি, দর কমল ঋদ্ধির

কলকাতা: আইপিএল নিলামে ১ কোটি ২০ লাখ টাকায় ঋদ্ধিমান সাহাকে নিয়ে নিল সানরাইজার্স হায়দ্রাবাদ। ৪ কোটি ৮০ লাখে কিংস ইলেভেন পাঞ্জাবের কাছে বিক্রি হলেন মহম্মদ সামি। তাঁর ভিত্তিমূল্য ছিল ১ কোটি টাকা। ২ কোটি ৪০ লাখে বরুণ আরনকে নিয়েছে রাজস্থান রয়্যালস। গতবার তাঁকে নেওয়ার কেউ ছিল না। জয়দেব উনাকড়কেও ৮ কোটি ৪০ লাখে কিনেছে তারা। লসিথ মালিঙ্গাকে ২ কোটি কিনেছে মুম্বই ইন্ডিয়ানস। দিল্লি ক্যাপিটালস ইশান্ত শর্মাকে নিয়েছে ১ কোটি ১০ লাখে। তাঁর ভিত্তিমূল্য ছিল ৭৫ লাখ টাকা। চেন্নাই সুপার কিংস ৫ কোটিতে কিনেছে মোহিত শর্মাকে। কিংস ইলেভেন পাঞ্জাব উইকেট কিপার নিকোলাস পূরণকে নিয়েছে ৪ কোটি ২০ লাখে। অক্ষর প্যাটলে বিক্রি হয়েছেন ৫ কোটিতে। কিনেছে দিল্লি ক্যাপিটালস। কোনও খরিদ্দার জোটেনি যুবরাজ সিং, নমন ওঝা, নিউজিল্যান্ডের মার্টিন গুপ্তিলের। এবছরের আইপিএল নিলামে ৩৫০ জন ক্রিকেটারকে নিলামে তোলা হয়েছে। তার মধ্যে ২২৮ জন ভারতীয়। এবারের নিলাম হচ্ছে জয়পুরে। ক্রিকেটারদের ব্যাটসম্যান, বোলার ও অল রাউন্ডার, এই তিনটি ভাগে ভাগ করা হয়েছে। গোড়ায় নিলামে নাম লিখিয়েছিলেন ১০০৩ জন। নিলামে অংশ নিচ্ছে আটটি ফ্র্যাঞ্চাইজি। এবার নিলামদারও পাল্টে গিয়েছে। রিচার্ড ম্যাডলির জায়গায় এসেছেন হিউ এডমিডস।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *