১ টা ইনস্টাগ্রাম পোস্ট করলেই বিরাট কোহলি মালামাল! কত টাকা পান?

কলকাতা: ভারত টি২০ ওয়ার্ল্ড কাপ জেতার পর আবার বিরাট কোহলিকে নিয়ে তুমুল চর্চা৷ তাঁর জীবনযাপন, অনুশাসন সবই মারাত্মক অনুপ্রেরণা জোগায় তার ভক্তদের৷ আপনি যদি কোহলির…

কলকাতা: ভারত টি২০ ওয়ার্ল্ড কাপ জেতার পর আবার বিরাট কোহলিকে নিয়ে তুমুল চর্চা৷ তাঁর জীবনযাপন, অনুশাসন সবই মারাত্মক অনুপ্রেরণা জোগায় তার ভক্তদের৷ আপনি যদি কোহলির ভক্ত হয়ে থাকেন তাহলে জানেন কি শুধুমাত্র একটা পোস্ট করার জন্য ইন্সটাগ্রাম বিরাট কোহলিকে কত টাকা পেমেন্ট করে৷ বিশ্বক্রিকেটে অন্যতম ধনী ক্রিকেটারের নাম বিরাট কোহলি। বিশ্বের সবথেকে ধনী ক্রিকেট বোর্ডের অন্যতম জনপ্রিয় ক্রিকেটার বিরাট কোহলির জনপ্রিয়তা আকাশছোঁয়া। ফর্মে তিনি থাকুক বা না থাকুক জনপ্রিয়তার ফর্ম তাঁর বাড়তেই থাকে।

২০২৩ সালের একটি রিপোর্ট বলছে একটি রিপোর্টে বলা হয়েছে বিরাট কোহলি একেকটা ইন্সটাগ্রাম পোস্ট পিছু পান ৮.৯ কোটি টাকা। অর্থাৎ, বিরাটের ইন্সটাগ্রামে যেসব সংস্থার হয়ে প্রচার দেখা যায় সেইরকম একেকটি পোস্টের জন্য বিরাট ৮.৯ কোটি টাকা নেন। সেটা ভিডিয়ো বা ছবি হতে পারে। ইন্সটাগ্রামে টাকার পরিমাণ বেশি হলেও টুইটারে তা বেশ কম। জানা গিয়েছে টুইটারেও এইরকম পোস্ট করেন তিনি। একেকটা টুইটারে বিজ্ঞাপনের পোস্টে তিনি পান ২.৫ কোটি টাকা।

আর টেলিভিশনের বিজ্ঞাপন? সেখান থেকে ঠিক কত টাকা আয় হয় বিরাটের? টেলিভিশনে বিরাট যেই বিজ্ঞাপন করেন, সেখান থেকে তিনি সংস্থাপিছু বার্ষিক ৭-১০ কোটি টাকা আয় করেন। বিজ্ঞাপন থেকে প্রাপ্য আয় তিনি বিনিয়োগ করেন। একাধিক স্টার্টআপে তাঁর বিনিয়োগ রয়েছে। তাঁর কাছে দুটো সংস্থার মালিকানা রয়েছে। এছাড়াও তিনি একাধিক সংস্থার ব্র্যান্ড অ্যাম্বাসাডর।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *