ব্রিসবেনে কী হতে পারে চোটের জর্জরিত ভারতের একাদশ?

ব্রিসবেনে কী হতে পারে চোটের জর্জরিত ভারতের একাদশ?

সিডনি: চোট আঘাতে বিধ্বস্ত ভারতীয় দল। প্রথম দলের প্রায় ৫ থেকে ৬ জন চোটের কারণে সিরিজ থেকেই ছিটকে গিয়েছেন। ৪ ম্যাচের সিরিজ ১-১ ড্র। এমনই একটা পরিস্থিতিতে শুক্রবার অজিঙ্কে রাহানের নেতৃত্বে ব্রিসবেনে নামছে ভারতীয় দল। গতির মক্কা আগুনে গাব্বা। চোট আঘাতের চোখরাঙানি সামলে কী হতে পারে ভারতের একাদশ?

১) রোহিত শর্মা: প্রথম দুটো টেস্টে দলের বাইরে থেকে তৃতীয় টেস্টে চোট সারিয়ে রোহিতের দলে ফেরাটা ভারতের অন্যতম পাওনা। অভিজ্ঞ রোহিত যে শুধু সাদা বল নয়, লাল বলেও কামাল করতে পারেন তা আগেই জানা। ব্রিসবেনে ভারত সেই কামালের অপেক্ষাতেই থাকবে।

২) শুভমন গিল: অভিজ্ঞ রোহিতের সঙ্গে তাঁর ওপেনিং জুটি ভারতকে অনেকটা নিশ্চিন্ত করেছে। শুভমনকে এখনই অনেকে ভবিষ্যতের বড় তারকা মনে করছেন।

৩) চেতেশ্বর পূজারা: ভারতীয় দলে এখনও অনেক বছর ৩ নম্বরে একটাই নাম থাকবে। চেতেশ্বর পূজারা। তার চওড়া ব্যাটের উপর চোখ বন্ধ করে ভরসা করে গোটা ভারতীয় দল।

৪) অজিঙ্ক রাহানে: বিরাট কোহলির অনুপস্থিতিতে দলকে সামনে থেকে নেতৃত্ব দেওয়া কাকে বলে, সেটা ২ টেস্টে দেখিয়ে দিয়েছেন রাহানে। ৩৬ রানে গুটিয়ে যাওয়া একটা দলকে পরের টেস্টেই জয়ের স্বাদ দিয়েছে তার অধিনায়কত্ব। এবার তাকে ব্যাটিংয়েও বড় দায়িত্ব নিতে হবে।

৫) ঋষভ পন্থ: বিদেশের মাটিতে এর আগেও বহুবার লাল বলে বিধ্বংসী ইনিংস খেলে চমকে দিয়েছিলেন পন্থ। সিডনিতে তার ঝোড়ো ৯৭ রানের ইনিংস মনে রাখার মতো। আশা করা যায় ব্রিসবেনেও তার ব্যাট ঝলসে উঠবে।

৬) রবিচন্দ্রন অশ্বিন: গোটা অস্ট্রেলিয়া সিরিজেই দুরন্ত ফর্মে রয়েছেন। সামান্য চোট থাকলেও ব্রিসবেনে অশ্বিন খেলবেন বলেই জানা গিয়েছে। চোটের কারণে জাদেজা না থাকায় স্পিন বোলিংয়ে তাকে বাড়তি দায়িত্ব নিতে হবে।

৭) ওয়াশিংটন সুন্দর: হনুমা বিহারীর জায়গায় দলে খেলতে পারেন ওয়াশিংটন সুন্দর। ব্যাটের পাশাপাশি স্পিন বোলিংয়েও অশ্বিনকে সঙ্গ দিতে পারেন।

৮) মহম্মদ সিরাজ: যশপ্রীত বুমরাহ না থাকায় ভারতের পেস বোলিংকে নেতৃত্ব দেবেন মহম্মদ সিরাজ। যদিও তারও টেস্ট অভিজ্ঞতা মাত্র ২ ম্যাচের।

৯) শার্দূল ঠাকুর: রবীন্দ্র জাদেজার জায়গা একাদশে খেলতে পারেন শার্দূল। ঘরোয়া ক্রিকেটে ফর্মে রয়েছেন। তাকে শুধু মাথায় রাখতে হবে তিনি স্যার জাদেজার পরিবর্ত হতে চলেছেন।

১০) নভদীপ সাইনি: অনভিজ্ঞ পেস বোলিংয়ে নবাগত সাইনিকেও বাড়তি দায়িত্ব নিয়ে খেলতে হবে।

১১) টি. নটরাজন: চলতি সফরেই দেশের জার্সিতে অভিষেক হয়েছে নটরাজনের। এবার সরাসরি লাল বলের একাদশেও জায়গা করে নিলেন এই তরুণ বাঁ-হাতি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

2 × 5 =