অস্ট্রেলিয়ার মাটিতে ঐতিহাসিক জয় ভারতের

সিডনি : টেস্ট সিরিজের পর এবার ওয়ান ডে সিরিজ। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে তৃতীয় ওয়ান ম্যাচ জয়ের সঙ্গে সিরিজও মুঠোয় নিল ভারত। মহেন্দ্র সিং ধোনি এবং কেদার যাদবের জুটিতেই জয় সহজ হয়। টসে জিতে অস্ট্রেলিয়াকে ব্যাট করতে পাঠান বিরাট কোহলি। প্রথম ইনিংসে ব্যাট করতে নেমে ৪৮.৪ ওভারে ২৩০ রান তোলে অসি রা। সর্বাধিক ৫৮ রান করেন পিটার

2a87186f17bf95703f6de09917bcd67d

অস্ট্রেলিয়ার মাটিতে ঐতিহাসিক জয় ভারতের

সিডনি : টেস্ট সিরিজের পর এবার ওয়ান ডে সিরিজ। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে তৃতীয় ওয়ান ম্যাচ জয়ের সঙ্গে সিরিজও মুঠোয় নিল ভারত। মহেন্দ্র সিং ধোনি এবং কেদার যাদবের জুটিতেই জয় সহজ হয়। টসে জিতে অস্ট্রেলিয়াকে ব্যাট করতে পাঠান বিরাট কোহলি। প্রথম ইনিংসে ব্যাট করতে নেমে ৪৮.৪ ওভারে ২৩০ রান তোলে অসি রা। সর্বাধিক ৫৮ রান করেন পিটার হ্যান্ডসকম্ব।

জবাবে ব্যাট করতে নেমে শুরুতে রোহিত শর্মা ফিরে গেলেও, এরপর বিরাট কোহলির সঙ্গে জুটি গড়েন মহেন্দ্র সিং ধোনি। কিন্তু ৪৬ রানে আউট হয়ে মাঠ ছাড়েন ভারত অধিনায়ক। এরপর পুরোটাই ধোনি ধমাকা। তবে মারকুটে মেজাজে নয়, কেদার যাদবের সঙ্গে বুঝে সমঝে রান তোলেন প্রাক্তন ভারত অধিনায়ক। দ্বিতীয় ওডিআইয়ের মতোই অপরাজিত ৮৭ রানে জয় উশুল করে নেন ধোনি। ৬১ রানে অপরাজিত থেকে যোগ্য সঙ্গত দেন কেদার যাদবও। ফলে ৭ উইকেটে ম্যাচ জয়ের সঙ্গে ২-১য়ে সিরিজও জেতে ভারত।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *