অলিম্পিক্স থেকে বাদ পরতেই ভেঙে পড়েছেন ভিনেশ, হাসপাতালে ভারতীয় কুস্তিগির

নয়াদিল্লি: সোনার স্বপ্ন দেখিয়েছিলেন তিনি৷ কিন্তু, ওজনের সামান্য হেরফেরে ফাইনাল থেকে ছিটকে যান কুস্তিগির ভিনেশ ফোগাট৷ এর পরই অসুস্থ হয়ে পড়েন তিনি৷ হাসপাতালে ভর্তি করানো হয়েছে…

নয়াদিল্লি: সোনার স্বপ্ন দেখিয়েছিলেন তিনি৷ কিন্তু, ওজনের সামান্য হেরফেরে ফাইনাল থেকে ছিটকে যান কুস্তিগির ভিনেশ ফোগাট৷ এর পরই অসুস্থ হয়ে পড়েন তিনি৷ হাসপাতালে ভর্তি করানো হয়েছে কুস্তিগিরকে৷ জানা গিয়েছে, শরীরে জলের ঘাটতি হওয়ার জন্যে অসুস্থ হয়ে পড়েছেন তিনি। এক সংবাদমাধ্যম সূত্রে খবর, সংজ্ঞা হারিয়েছেন ফোগাট। সেই কারণে তড়িঘড়ি তাঁকে হাসপাতালে ভর্তি করানো হয়৷

দারুণ ফাইট করে প্যারিস অলিম্পিক্সে ৫০ কেজি বিভাগে ফ্রিস্টাইল কুস্তির ফাইনালে পৌঁছে গিয়েছিলেন হরিয়ানার এই কুস্তিগির। কিন্তু বুধবার সকালে ওজন মাপার সময় দেখা যায়, ১০০ গ্রাম ওজন বেশি তাঁর৷ তাই ফাইনাল থেকে তাঁকে বাদ দিয়ে দেওয়া হয়৷ ওজন কমানোর চেষ্টা করেছিলেন ভিনেশ শেষরক্ষা হল না। রাতভর দু’চোখের পাতা এক করেননি তিনি। বুধবার সকালে প্রতিযোগিতা ছিটকে যেতেই তিনি ভেঙে পড়েন৷