স্বপ্নভঙ্গ! অলিম্পিক্সে সোনার লড়াই থেকে বাদ ভিনেশ ফোগাট, ওজন বেশি ১০০ গ্রাম!

প্যারিস: প্যারিস অলিম্পিক্সে ধাক্কা ভারতের৷ সোনার দৌড়ে নামার আগেই প্রতিযোগিতা থেকে ছিটকে গেলেন কুস্তিগির ভিনেশ ফোগাট। মহিলাদের ৫০ কেজি বিভাগের ফাইনালে উঠেছিলেন দঙ্গল কন্যা। কিন্তু বুধবার…

প্যারিস: প্যারিস অলিম্পিক্সে ধাক্কা ভারতের৷ সোনার দৌড়ে নামার আগেই প্রতিযোগিতা থেকে ছিটকে গেলেন কুস্তিগির ভিনেশ ফোগাট। মহিলাদের ৫০ কেজি বিভাগের ফাইনালে উঠেছিলেন দঙ্গল কন্যা। কিন্তু বুধবার সকালে ওজন মাপার সময় দেখা যায় তাঁর ১০০ গ্রাম ওজন বেশি রয়েছে৷ সেই কারণেই তাঁকে ফাইনালে খেলতে দেওয়া হবে না।

 

ভিনেশ সাধারণত ৫৩ কেজি বিভাগে লড়াই করলেও, শারীরিক সমস্যার জন্য এ বারের অলিম্পিক্সে ৫০ কেজি বিভাগে নেমেছিলেন তিনি। গত বারের সোনাজয়ী ইউ সুসাকিকে প্রি-কোয়ার্টার ফাইনালে হারিয়ে মঙ্গলবার ফাইনালে ওঠার পথ পরিষ্কার করে নিয়েছিলেন ভিনেশ। পরের ম্যাচে ইউক্রেনের ওকসানা লিভাচকে ৭-৫ পয়েন্টে হারিয়ে সেমিফাইনালে ওঠেন। সেমিফাইনালে তাঁর প্রতিপক্ষ ছিলেন কিউবার গুজমান লোপেজ৷  বিধ্বংসী মেজাজে খেলে ৫-০ পয়েন্টে সেমিফাইনাল বাউট জিতে নেন ভিনেশ। বুধবার ফাইনালে সোনার লড়াইয়ে নামার কথা ছিল তাঁর৷ কিন্তু খেলার আগেই প্রতিযোগিতা থেকে বাদ পড়লেন হরিয়ানা হ্যারিকেন৷