‘আমায় ক্ষমা কোরো, কুস্তি, তোমাকে বিদায়…! ক্ষমা চেয়ে অবসর ঘোষণা কুস্তিগির ভিনেশ ফোগাটের

নয়াদিল্লি: অলিম্পিক্সের আসর থেকে সোনা জিততে মরিয়া ছিলেন ভারতীয় কুস্তিগির ভিনেশ ফোগাট। ওজন কমানোর জন্য শেষ পর্যন্ত লড়াই করে গিয়েছিলেন তিনি। চুল কেটে ফেলেছিলেন। শরীর…

নয়াদিল্লি: অলিম্পিক্সের আসর থেকে সোনা জিততে মরিয়া ছিলেন ভারতীয় কুস্তিগির ভিনেশ ফোগাট। ওজন কমানোর জন্য শেষ পর্যন্ত লড়াই করে গিয়েছিলেন তিনি। চুল কেটে ফেলেছিলেন। শরীর থেকে রক্ত বার করেছিলেন। তবুও শেষরক্ষা হয়নি৷ বুধবার সকালে ওজন মাপার সময় দেখা যায় ১০০ গ্রাম ওজন বেশি রয়েছে তাঁর৷ প্রতিযোগিতা থেকে বাদ পড়েন ফোগাট৷

বুধবার রাতেই সেমিফাইনালে জেতা রুপোর পদকটা যাতে তাঁকে দেওয়া হয়, সেই আর্জি জানিয়ে আন্তর্জাতিক ক্রীড়া আদালতের দ্বারস্থ হয়েছিলেন হরিয়ানার দঙ্গল কন্যা। আজ, বৃহস্পতিবার রায় ঘোষণা৷ সে দিকেই তাকিয়ে গোটা দেশ। তবে সেই রায়ের আগেই নিজের কেরিয়ারে ইতি টেনে দিলেন ভিনেশ৷ ঘোষণা করলেন অবসরের কথা৷ জানালেন, এই লড়াই লড়ার আর শক্তি নেই তাঁর।

নিজের এক্স হ্যান্ডলে আবেগঘন পোস্টে ভিনেশ লেখেন, “মা, কুস্তির কাছে আমি হেরে গেলাম। আমাকে ক্ষমা কোরো। তোমার স্বপ্ন, আমার সাহস সব শেষ হয়ে গিয়েছে। আর শক্তি বাকি নেই। কুস্তি, তোমাকে বিদায়। ২০০১-২০২৪। সবসময় তোমার ঋণী হয়ে থাকব। ক্ষমা করে দিও।”