নয়াদিল্লি: এশিয়ান গেমসে ভারতের নবম এবং টেনিসে প্রথম সোনা চলে এল শনিবার। ছেলেদের ডবলসে রুপো নিয়ে সন্তুষ্ট থাকতে হয়েছিল। কিন্তু মিক্সড ডাবলস দেশকে প্রত্যাশিত সোনা দিয়ে দিল। আর ২৭ বছরের রুতুজাকে নিয়ে জিতলেন ৪৩ বছরের বোপান্না। চাইনিজ তাইপেই জুটিকে হারিয়ে এই কীর্তি করলেন তারা। যদিও প্রথম সেটে তারা হেরে গিয়েছিলেন। তবে শেষ পর্যন্ত দুরন্ত কামব্যাক।
এদিনের খেলায় প্রথম সেটে বোপান্নারা হেরেছিলেন ২-৬ ব্যবধানে। তবে দ্বিতীয় সেটে ম্যাচে ফেরেন তারা। ৬-৩ সেটে চাইনিজ তাইপেই জুটি লিয়াং এনশুয়ো এবং সাংহায়ো হুয়াংকে হারান বোপান্না-রুতুজা জুটি। এর পরের অর্থাৎ তৃতীয় সেটে হয় টাইব্রেকার। সেখানে ১০-৪ ব্যবধানে জেতেন বোপান্নারা। ব্যস, বহু প্রত্যাশিত টেনিসে সোনা সেখান থেকেই পেয়ে যায় ভারত। গত বারের এশিয়ান গেমসে ডবলসে সোনা জিতেছিল ভারত। সেই পদকও পেয়েছিলেন বোপান্না। সেই প্রেক্ষিতে এশিয়ান গেমসে দ্বিতীয়বার সোনা জিতলেন তিনি। আর তাঁর সঙ্গী রুতুজা এশিয়ান গেমসে এই প্রথম বার পদক জিতলেন। সেটাও আবার সোনা।