লিডস: বুধবার হেডিংলিতে ইংল্যান্ড সফরের তৃতীয় টেস্ট খেলতে নামছে ভারত। ঐতিহাসিক লর্ডসে ১৫১ রানের ব্যবধানে ইংল্যান্ডকে হারিয়ে আত্মবিশ্বাসের চূড়ায় রয়েছে ভারতীয় দল। লর্ডসের জয় ভারতকে ৫ ম্যাচের সিরিজে ১-০ এগিয়ে দিয়েছে। নটিংহ্যামে প্রথম ম্যাচ বৃষ্টির জন্য ভেস্তে গিয়ে ড্র না হলে সেই ম্যাচও জয়ের পথেই ছিল ভারত। সেক্ষেত্রে দুই ম্যাচের দুটিতেই জয় পেতেন বিরাট কোহলিরা। তবে তৃতীয় টেস্ট ইংরেজরা ঘুরে দাঁড়ানোর জোর চেষ্টা করবে। তাই ভারতীয় দলের প্রতিটা বিভাগ তাদের কাজ একেবারে ঠিকঠাক করলেও দল নিয়ে কিছু প্রশ্ন থেকেই যাচ্ছে। তৃতীয় টেস্টে নামার আগে যার সমাধান করতেই হবে।
এই মুহূর্তে ভারতীয় দলের অন্যতম দূর্বলতা তিন নম্বরে ব্যাট করতে নামা চেতেশ্বর পূজারা। দীর্ঘদিন ধরেই ফর্মে নেই তিনি। বর্তমানে ভারতীয় ব্যাটিংয়ের স্তম্ভ হিসেবে ধরা হয় পূজারাকে। কিন্তু গত ৩০ মাস এবং ৩৪ ইনিংস ধরে পূজারার বিরাট থেকে কোনো শতরান দেখা যায়নি। তিনি শেষ শতরান করেছিলেন ২০১৯ সালের ৩ জানুয়ারি। চলতি ইংল্যান্ড সিরিজেও তেমন বিরাট চলেনি পূজারার। তাই তৃতীয় টেস্টে তাকে রিজার্ভ বেঞ্চে জায়গা করে দেওয়ার মতো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতেই পারে ভারতীয় টিম ম্যানেজমেন্ট। তার জায়গায় টেস্ট ক্রিকেটে অভিষেকের সুযোগ দেওয়া যেতে পারে সূর্যকুমার যাদবকে। ওডিআই ও টি-টোয়েন্টি ক্রিকেটে তার খেলা চোখে পড়ার মতো। এবার তাকে টেস্ট ক্রিকেটেও নিয়ে আসা যেতে পারে।
ভারতীয় দলের আরও একটি সমস্যা, দলের সহ-অধিনায়ক অজিঙ্কে রাহানের খারাপ ফর্ম। তবে লর্ডস টেস্টের দ্বিতীয় ইনিংসে চেতেশ্বর পূজারার সঙ্গে তার জুটি বেঁধে অর্ধশতরান তাকে যথেষ্ট আত্মবিশ্বাস দেবে। তাই হেডিংলিতে তাকে সেই আত্মবিশ্বাস নিয়েই খেলতে হবে। অন্যদিকে, একেবারেই ফর্মে নেই ভারতীয় অধিনায়ক বিরাট কোহলি। ২০১৪ সালের ইংল্যান্ড সফরের মতো তিনি আবার অফস্টাম্পের বাইরের বলে সমস্যায় পড়ছেন। ২ ম্যাচের চার ইনিংস মিলিয়ে তিনি করেছেন ৬২ রান। অধিনায়ক হিসেবে তাকে আরও দায়িত্ব নিতে হবে। ভারতের মিডল অর্ডারকে নেতৃত্ব দিতে হবে। লর্ডসের মতো সব ম্যাচে মহম্মদ শামি ও যশপ্রীত বুমরাহ নবম উইকেটে ৮৯ রানের পার্টনারশিপ করে ম্যাচ জিতিয়ে দেবে না।
বোলিং বিভাগে রবিচন্দ্রন অশ্বিনের মতো বিশ্বমানের বোলারকে দিনের পর দিন রিজার্ভ বেঞ্চে বসিয়ে রাখা যায় না। কিন্তু তার জন্য রবীন্দ্র জাদেজাকে বসানো যায় না। ব্যাট, বল ও ফিল্ডিংয়ের অলরাউন্ড পারফরম্যান্সের জন্য তাকে দলে রাখতেই হবে। বরং জাদেজাকে দলে রেখে ইশান্ত শর্মার জায়গার অশ্বিনকে খেলানো যেতে পারে। সেক্ষেত্রে দল তিন ফাস্ট বোলার ও দুই স্পিনার ছকে চলে আসবে। তাতে অশ্বিনের ব্যাটিং দক্ষতার সুফলও পাবে ভারত।