indian team
নয়াদিল্লি: জাতীয় শিবিরের জন্য প্লেয়ার ছাড়া নিয়ে আইএসএল ক্লাবগুলির সঙ্গে জটিলতা এখনও বহাল। নির্ধারিত সময় দিলেও তার জন্য প্লেয়ার ছাড়েনি ইস্টবেঙ্গল, কেরালা ব্লাস্টারস সহ একাধিক ক্লাব। কিন্তু এগিয়ে আসছে কিংস কাপ। তাই আর দেরি না করে ২৩ জনের দল ঘোষণা করে দিলেন জাতীয় দলের কোচ ইগর স্টিমাচ। এই দলে নেই অধিনায়ক সুনীল ছেত্রী।
ভারতীয় অনূর্ধ্ব ২৩ দলের প্রস্তুতি শিবিরে ২৫ জনের ক্যাম্পে মাত্র ১২ জন ফুটবলার যোগ দিয়েছেন। বাকি খেলোয়াড়দের আসার আগেই কার্যত কিছুটা ক্ষোভ সহ এই দল ঘোষণা করেছেন ভারতীয় কোচ। এই দলে মোহনবাগানের একঝাঁক খেলোয়াড় আছেন, ফুটবলার আছে ইস্টবেঙ্গলেরও। মোহনবাগান প্লেয়ার ছাড়লেও লাল-হলুদ সহ বাকি দল কবে প্লেয়ার ছাড়বে তা নিয়েই এখন প্রশ্ন। তবে অনুমান, ডুরান্ত কাপ শেষ হলেই সিদ্ধান্ত নেওয়া হবে। যদিও সময় বেশি নেই কারণ ৭ সেপ্টেম্বর থেকে থাইল্যান্ডে কিংস কাপ শুরু হতে চলেছে। শুরুতেই খেলা আছে ভারতের।
২০১৯ সালে কিংস কাপে ব্রোঞ্জ জিতেছিল ভারত। তবে এবার কী হবে তা নিয়ে চিন্তিত ভারতীয় ফুটবল ফ্যানেরা। কারণ যতদিনে সব প্লেয়ার আসবে, ততদিনে টুর্নামেন্ট প্রায় শুরু। অর্থাৎ প্রস্তুতির ন্যূনতম সময়ও মিলবে না। এদিকে আবার থাকছেন না সুনীল ছেত্রী। আসলে আগামী মাসেই তিনি বাবা হতে চলেছেন। তাই এই মুহূর্তে স্ত্রী সোনমের সঙ্গেই থাকতে চান সুনীল। তাই এই কিংস কাপ খেলবেন না বলেই জানিয়েছেন। তাহলে কারা আছেন ভারতের ২৩ জনের দলে, দেখে নেওয়া যাক।
গোলকিপার: গুরপ্রীত সিং সান্ধু, অমরিন্দর সিং, গুরমিত সিং।
ডিফেন্ডার: আশিস রাই, নিখিল পূজারি, সন্দেশ ঝিঙ্গান, আনোয়ার আলি, মেহতাব সিং, লালচুংনুঙ্গা, আকাশ মিশ্র, শুভাশিস বসু।
মিডফিল্ডার: জিকসন সিং, সুরেশ সিং, ব্র্যান্ডন ফার্নান্দেজ, সাহাল আবদুল সামাদ, অনিরূদ্ধ থাপা, রোহিত কুমার, আশিক কুরিয়ান, নাওরেম মহেশ সিং, লালিনজুয়ালা ছাংতে।
ফরোয়ার্ড: মনবীর সিং, রহিম আলি, রাহুল কেপি।