শীতল মাসে সোনালি উত্তাপে ভারতীয় ক্রীড়ামহল

আজ বিকেল: ক্রিকেট ও ফুটবলের এমন অভিনব জয়ের সোনালি মুহূর্ত সাম্প্রতিক অতীতে দেখা যায়নি৷ রবিবারের সন্ধে নাগাদ আবুধাবি থেকে এসেছিল মারাত্মক জয়ের সংবাদ৷ এএফসি টুর্নামেন্টে থাইল্যান্ডকে ৪-১ গোলে পরাজিত করে ভারত৷ আর অস্ট্রেলিয়ার মাটি থেকে এবার এল আরও এক সুখবর৷ অজিদের দর্প চূর্ণ করে তাদেরই ঘরের মাটিতে হারাল দেশ৷ ফুটবলের ঝড়ো গতি আর টেস্ট ক্রিকেটের

শীতল মাসে সোনালি উত্তাপে ভারতীয় ক্রীড়ামহল

আজ বিকেল: ক্রিকেট ও ফুটবলের এমন অভিনব জয়ের সোনালি মুহূর্ত সাম্প্রতিক অতীতে দেখা যায়নি৷ রবিবারের সন্ধে নাগাদ আবুধাবি থেকে এসেছিল মারাত্মক জয়ের সংবাদ৷ এএফসি টুর্নামেন্টে থাইল্যান্ডকে ৪-১ গোলে পরাজিত করে ভারত৷ আর অস্ট্রেলিয়ার মাটি থেকে এবার এল আরও এক সুখবর৷ অজিদের দর্প চূর্ণ করে তাদেরই ঘরের মাটিতে হারাল দেশ৷

ফুটবলের ঝড়ো গতি আর টেস্ট ক্রিকেটের ধ্রুপদী তাল মিশে গিয়েছে জয়ের আনন্দে৷ ১৯৬৪ সালের পর ফুটবলে বিশেষ করে এএফসি কাপে ভারতের এমন অগ্রগতি আগে লক্ষ্য করা যায়নি৷ যদিও পথ এখনও অনেকটা বাকি৷ কিন্তু যেভাবে সুনীল ছেত্রীর দুরন্ত গতিতে ভর করে থাইল্যান্ডকে চূর্ণ করেছে নীল বাঘের দল, তাতে চমক লেগেছে এশিয়ার ফুটবলে৷

অস্ট্রেলিয়াকে প্রায় গুঁড়িয়ে দিয়ে টেস্টেও এল বিরাট সফলতা৷ এই সেই অস্ট্রেলিয়া যাদের কাছে অনেকবারই ডুবতে হয়েছে ভারতীয় দলকে৷ বদলাও নিয়েছে মেন ইন ব্লুজরা৷ কিন্তু অস্ট্রেলিয়ার মাটিতে এভাবে টেস্ট জয় সবকিছুকেই ম্লান করে দেয়৷

জানুয়ারির শীতল মাস, তাই ভারতীয় ক্রীড়ামহল যেন সত্যিই সোনালি উত্তাপে ফুটছে৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

four + 14 =