৪১ বছর পর অলিম্পিক্স হকিতে পদক, জার্মানিকে হারিয়ে ব্রোঞ্জ জিতল মনপ্রীতরা

৪১ বছর পর অলিম্পিক্স হকিতে পদক, জার্মানিকে হারিয়ে ব্রোঞ্জ জিতল মনপ্রীতরা

টোকিও: ৪১ বছর পর হকিতে পদক ভারতের৷ জার্মানিকে ৫-৪ গোলে হারিয়ে ব্রোঞ্জ পদক ছিনিয়ে নিল মনপ্রীতরা৷ ম্যাচের শুরুতেই প্রথম কোয়ার্টারে ০-১ গোলে পিছিয়ে পড়েছিল ভারত৷ কিন্তু দ্বিতীয় কোয়ার্টার শুরু হতেই গোল শোধ করে দেন সিমরনজিৎ৷ শুরু হয় কড়া টক্কর৷ 

আরও পড়ুন- সেমিফাইনালে হার, ব্রোঞ্জ জয়ের লক্ষ্যে ব্রিটেনের মুখোমুখি ভারত

এর পর ফের লিড নিয়ে নেয় জার্মানি৷ ১-৩ গোলে পিছিয়ে পড়ে ভারত৷ কিন্তু পাল্লা দিয়ে লড়াই চালিয়ে যায় একই ভাবে৷ দ্বিতীয় কোয়ার্টারে ২ গোল শোধ করেন দেন মনপ্রীতরা৷ তৃতীয় কোয়ার্টারের শুরুতেই পেনাল্টি পায় ভারত৷ সেই সুযোগ হাতছাড়া করেননি রূপিন্দর পাল সিং৷ গোল করে এগিয়ে যায় ভারতীয় হকি দল৷ ৫-৩ গোলে লিড নিয়ে নেয় মনপ্রীত-শ্রীজেশরা৷ এর পরেই পদকের গন্ধ পেয়ে যায় ভারত৷ 

অলিম্পিক্স হকিতে ইতিহাস গড়ে ৪১ বছর পর সেমিফাইনালে পৌঁছেছিল ভারত৷ তবে বেলজিয়ামের কাছে পরাজিত হয়ে সোনা বা রুপো জেতার স্বপ্ন ভেঙে যায় মনপ্রীতদের৷ তবে জার্মানিকে হারিয়ে ব্রোঞ্জ পেল ভারত৷ ১৯৮০ সালে মস্কো অলিম্পিক্সে শেষবার সেমিফাইনালে উঠেছিল ভারতীয় পুরুষ হকি দল৷ জিতেছিল সোনার পদক৷ কিন্তু এর পর থেকে বারবার শূন্য হাতে ফিরতে হয়েছে ভারতীয় পুরুষ হকি দলকে৷ সেই খরা কাটল টোকিও অলিম্পিক্সে৷ এল পদক৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *