দুরন্ত ছন্দে ভারতীয় হকি দল, ঘানাকে ১১ গোল দিয়ে কমনওয়েলথ গেমসের যাত্রা শুরু

দুরন্ত ছন্দে ভারতীয় হকি দল, ঘানাকে ১১ গোল দিয়ে কমনওয়েলথ গেমসের যাত্রা শুরু

কলকাতা: কমনওয়েলথ গেমসে ভারোত্তোলনে সোনা জিতে ভারতের মুখ উজ্জ্বল করেছে বঙ্গতনয় অচিন্ত্য শিউলি৷ তবে এখনও কমনওয়েলথে সোনা অধরা ভারতীয় পুরুষ হকি দলের। সেই অধরা স্বপ্ন পূরণের লক্ষ্যে দুরন্ত জয় মনপ্রীত সিংদের। অপেক্ষাকৃত দুর্বল প্রতিপক্ষ ঘানাকে ১১ গোল দিয়ে বিরাট জয় পেল ভারত।

আরও পড়ুন- এক চিলতে মাটির ঘর থেকে স্বপ্ন জয়, বাংলার অচিন্ত্যর হাত ধরে কমনওয়েলথ গেমসে সোনা

টোকিও অলিম্পিকে ব্রোঞ্জ জয়ের পর আত্মবিশ্বাস অনেকটাই বেড়েছিল ভারতীয় হকি দলের৷ সেই আত্মবিশ্বাসকে পুঁজি করেই তাঁরা নেমেছিলেন কমনওয়েলথ গেমসে৷ ফেভারিট হিসেবে রবিবার পুল বি-এর প্রথম ম্যাচে নেমে দুরন্ত জয় পেল মনপ্রীতরা। গেমের শুরু থেকেই দাপট দেখিয়েছিলেন তাঁরা। ঘানার রক্ষণ চূর্ণবিচূর্ণ করে চলল একের পর এক আক্রমণ৷ সেই আক্রমণ থামল ১১ গোল দিয়ে৷ ঘানার ডিফেন্ডারদের একেবারে দিশেহারা অবস্থা করে ছাড়ে ভারতীয় খেলোয়াড়রা। ভারতের দেওয়া ১১টি গোলের জবাবে একটি গোলও করতে পারেনি ঘানা।

এদিন ম্যাচের প্রথম গোলটি আসে অভিষেকের স্টিক থেকে। পেনাল্টি কর্নারকে কাজে লাগিয়ে দ্বিতীয় গোলটি করেন হরমনপ্রীত সিং। তৃতীয় গোল করেন শামশের৷ এর পর দ্বিতীয় কোয়ার্টারে একটি করে গোল করেন আকাশদীপ সিং এবং যুগরাজ সিং। তৃতীয় কোয়ার্টারে ফের গোল আসে হরমনপ্রীতের স্টিক থেকে। ভারতের হয়ে সপ্তম গোলটি করেন নীলকান্ত। এর খানিক পরেই পেনাল্টি কর্নারকে কাজে লাগিয়ে গোল করেন বরুণ। তৃতীয় কোয়ার্টারে আরও একটি গোল করেন যুগরাজ। ম্যাচের ১০ নম্বর গোলটে করেন মনদীপ সিং। ঘানার কফিনে শেষ পেরেকটি পোতেন হরমনপ্রীত।  প্রথম ম্যাচেই হ্যাটট্রিক করে তিনি।