কাটল যাবতীয় জট, এশিয়ান গেমসে ‘এন্ট্রি’ পেলেন সুনীলরা

কাটল যাবতীয় জট, এশিয়ান গেমসে ‘এন্ট্রি’ পেলেন সুনীলরা

কলকাতা: আসন্ন এশিয়ান গেমসে ভারতীয় ফুটবল দল যাচ্ছে। মহিলা ফুটবল দলকেও বিশেষ অনুমতি দেওয়া হয়েছে। এদিন বিষয়টি একদম স্পষ্ট করে দিল কেন্দ্রীয় সরকার। শেষ কয়েক দিন ধরে ভীষণ জটিলতা ছিল বিষয়টিকে নিয়ে। আদতে ভারতের ফুটবল দল এশিয়ান গেমসে যাবে কিনা, তা নিয়ে ধন্দ ছিল। অবশেষে সেই জট কাটল। 

পর পর তিনটি আন্তর্জাতিক প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়েছে ভারতের ফুটবল দল। তাই সুনীল ছেত্রীদের এশিয়ান গেমসে পাঠানো নিয়ে কার্যত হইচই শুরু হয়। সমর্থকরা যখন আন্দাজ করতে পারে যে এশিয়ান গেমসের সুনীলদের নাও পাঠানো হতে পারে, তখন থেকেই সোশ্যাল মিডিয়ায় নানা ভাবে লেখালেখি শুরু হয়। ভারতীয় দলকে না পাঠানো হলে প্রতিবাদ হবে, এমন হুঁশিয়ারিও আসে। তবে জানা গিয়েছে, সর্বভারতীয় ফুটবল ফেডারেশনের আবেদনের ভিত্তিতে এই ইস্যুতে বিশেষ অনুমতি দিয়ে দিয়েছে কেন্দ্রীয় ক্রীড়া মন্ত্রক। 

উল্লেখ্য, এশিয়ান গেমসের ফুটবলে ভারত শেষ বার অংশগ্রহণ করেছিল ২০১৪ সালে। ২০১৮ সালের এশিয়ান গেমসে ফুটবল দল পাঠানোর অনুমতি দেয়নি কেন্দ্র। এবারেও র‍্যাঙ্কিংয়ের ভিত্তিতে দল পাঠাতে প্রথমে রাজি ছিল না কেন্দ্র। কারণ কোনও দলগত খেলায় এশীয় ক্রমতালিকায় প্রথম আটে থাকলে তবেই দল পাঠানো হয়। বর্তমানে এশীয় ক্রমতালিকায় সুনীলেরা রয়েছেন ১৯ নম্বরে। তাই বলা যায়, এবার ব্যতিক্রম হল।   

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *