নয়াদিল্লি: হারের দায় নিয়ে পদত্যাগ করলেন ভারতীয় ফুটবল কোচ স্তেফান কন্টেনস্টাইন। এশিয়া কাপের ম্যাচে বাহরিনের কাছে সোমবার ১-০ গোল হেরে গিয়েছে ভারত। এআইএফএফের সাধারণ সম্পাদক কুশল দাস তাঁদের সরকারি টুইটারে দলের কোচের পদত্যাগের বিষয়টি জানিয়ে দিয়েছে। ৩১ জানুয়ারি কন্টেনস্টাইনের চুক্তির মেয়াদ শেষ হচ্ছে।
বাহরিনের ম্যাচে ৯০ মিনিট পর্যন্ত ফল ছিল ০-০। অন্তিম লগ্নে বাহরিন একটি পেনাল্টি পায়। নাটকীয়ভাবে শেষ মুহূর্তে জিতে যায় বাহরিন। এই ম্যাচে ড্র করলেই ভারত নকআউট পর্যায়ে উঠে যেত। কন্টেনস্টাইন ২০১৫ সালে দু’বছরের জন্য কোচ হন। তারপর দু’বার তাঁর চুক্তির মেয়াদ একবছর করে বাড়ানো হয়। তারও আগে ২০০২ থেকে ২০০৫ সাল পর্যন্ত তিনি ছিলেন ভারতের ফুটল কোচ।