অলিম্পিক্সে খাবারই জুটছে না ভারতীয় ক্রীড়াবিদেরা! ডাল-রুটি খেয়ে কাটালেন বক্সার পাঙ্ঘাল

প্যারিস: উদ্বোধন হয়ে গেল প্যারিস অলিম্পিক্সের৷ কিন্তু শুরুতেই সমস্যা৷ খাবারে পড়েছে টান৷ ঠিক মতো খেতে পাচ্ছেন না ভারতীয় ক্রীড়াবিদেরা৷ পর্যাপ্ত খাবার নেই৷ বক্সার অমিত পাঙ্ঘাল…

প্যারিস: উদ্বোধন হয়ে গেল প্যারিস অলিম্পিক্সের৷ কিন্তু শুরুতেই সমস্যা৷ খাবারে পড়েছে টান৷ ঠিক মতো খেতে পাচ্ছেন না ভারতীয় ক্রীড়াবিদেরা৷ পর্যাপ্ত খাবার নেই৷ বক্সার অমিত পাঙ্ঘাল জানালেন,ডাল-রুটি খেয়ে কাটাতে হচ্ছে তাঁদের৷

 

গেমস ভিলেজে ৩০টি অ্যাপার্টমেন্টে মানিয়ে গুছিয়ে নিয়েছেন পিভি সিন্ধু, লক্ষ্য সেন সহ ভারতীয় ক্রিড়াবিদেরা। জানা গিয়েছে, গেমস ভিলেজে পাঁচটি আলাদা জায়গায় পাঁচ রকমের খাবারের বন্দোবস্ত করা হয়েছে। তার মধ্যে একটি জায়গায় রয়েছে এশীয় খাবার। তবে তার পরিমাণ এতটাই কম যে, খাবার আগেই তা শেষ৷ ব্যাডমিন্টন খেলোয়াড় তানিশা ক্রেস্টো বলেন, “রাতে রাজমা হয়েছিল শুনেছিলাম। কিন্তু আমরা যাওয়ার আগেই তা শেষ হয়ে যায়। বাধ্য হয়েই অন্য খাবার খেলাম।”  জানা গিয়েছে, গেমস ভিলেজ অনেকটা ছড়ানো ছেটানো জায়গায় রয়েছে৷ ভারতীয় ক্রীড়াবিদদের ঘর থেকে খাবারের জায়গা অনেকটা দূরে হওয়ায় সমস্যায় পড়তে হচ্ছে৷