১২ ঘণ্টাতেই পর্যুদস্ত ইংরেজরা, ১০ উইকেটে ম্যাচ পকেটে ভারতের

১২ ঘণ্টাতেই পর্যুদস্ত ইংরেজরা, ১০ উইকেটে ম্যাচ পকেটে ভারতের

c3a78d8e9a48379a31b604fc955edc29

মোতেরা: বিশ্বের সবচেয়ে বড় ক্রিকেট স্টেডিয়ামে ইংল্যান্ডকে হারাতে ভারত ১২ ঘন্টা সময় নিল। মাত্র ২ দিনেই শেষ হয়ে গেল মোতেরা টেস্ট।গোলাপি টেস্টে  ইংল্যান্ডকে ১০ উইকেটে হারাল ভারত। সিরিজে ভারত এগিয়ে গেল ২-১। এদিকে, এই মোতেরাতেই হবে সিরিজের চূড়ান্ত অর্থাৎ চতুর্থ টেস্ট। দ্বিতীয় ইনিংসে ইংল্যান্ড শেষ ৮১ রানে। ৪৯ রানের লক্ষ্য নিয়ে খেলতে নেমে ভারত কোনও উইকেট হারায়নি। রোহিত শর্মা ও শুভমান গিল অপরাজিত থাকেন। 

টসে জিতে ইংল্যান্ড প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নিলেও তার খুব একটা কার্যকর হয়নি। মাত্র ১১২ রানের মধ্যেই গোটা ব্রিটিশ দলকে প্যাভিলিয়নে পাঠায় ভারতীয় বোলাররা। ইংল্যান্ডের হয়ে সবচেয়ে বেশি রান করেছেন জো ক্রাওলি। দলের হয়ে তার অবদান ৮৪ বলে ৫৩ রান। তিনি ছাড়া আর কেউই ব্যাট হাতে কোনোরকম চমক দেখাতে পারেননি। ভারতের হয়ে একাই ৬টি উইকেট নেন অক্ষর প্যাটেল। তিনটি উইকেট নেন রবীচন্দ্রন অশ্বিন এবং একটি উইকেট সংগ্রহ করেন ইশান্ত শর্মা। দ্বিতীয় ইনিংসে ৮১ রানে অলআউট হওয়ার পর ভারতের সামনে লক্ষ্য ছিল ৪৯ রানের। ডিনার বিরতির আগেই ১১ রান করে ফেলেছিল ভারত। ডিনারের পর কোনও উইকেট না হারিয়েই জয়ের লক্ষ্যমাত্রায় পৌঁছয় তারা। 

প্রসঙ্গত, মোতেরায় ট্রাম্প বন্দনার ঠিক এক বছর পূর্তি এটা। গতবছর ২৪ ফেব্রুয়ারিতেই আমেদাবাদের মোতেরা স্টেডিয়ামে গর্জে উঠেছিল ‘নমস্তে ট্রাম্প’ ধ্বনি। আন্তর্জাতিক মঞ্চে আত্মপ্রকাশ করেছিল বিশ্বের সবচেয়ে বড় ক্রিকেট স্টেডিয়াম। সেই অনুষ্ঠানের এক বছর পূর্তিতে গোলাপি বলে মহারণে মেতেছিল ভারত ও ইংল্যান্ড ক্রিকেট দল। বুধবার নয়া নরেন্দ্র মোদী স্টেডিয়ামে সিরিজের তৃতীয় টেস্টে ব্রিটিশ বাহিনীকে ধরাশায়ী ধরেছে কোহলি ব্রিগেড। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *