বিশ্বমঞ্চে ফের পদক জয় ভারতের, এবার অনুর্ধ্ব-২০ অ্যাথলেটিক্স বিশ্ব চ্যাম্পিয়নশিপে

বিশ্বমঞ্চে ফের পদক জয় ভারতের, এবার অনুর্ধ্ব-২০ অ্যাথলেটিক্স বিশ্ব চ্যাম্পিয়নশিপে

নাইরোবি: টোকিও অলিম্পিক শেষ হয়ে গিয়েছে। কিন্তু ভারতের পদক জয় এখনও অব্যাহত রয়েছে। এবার অ্যাথলেটিক্সের বিশ্ব চ্যাম্পিয়নশিপেও পদক জিতল ভারত। নাইরোবিতে চলা অনুর্ধ্ব-২০ অ্যাথলেটিক্স বিশ্ব চ্যাম্পিয়নশিপে ৪×৪০০ মিক্সড রিলে বিভাগে ব্রোঞ্জ পদক জিতল ভারত। এই প্রথমবার অনুর্ধ্ব-২০ অ্যাথলেটিক্সে মিক্সড রিলে-তে পদক জিতল ভারত।

অনুর্ধ্ব-২০ অ্যাথলেটিক্সের মিক্সড রিলে দলে ছিলেন প্রিয়া মোহন, সামি, কপিল ও ভরত শ্রীধর। তারা ৪০০ মিটারের রিলে দৌড় শেষ করেছে ৩ মিনিট ২০.৬০ সেকেন্ডে। ৩ মিনিট ১৯.৭০ সেকেন্ডে দৌড় শেষ করে সোনা জিতেছে নাইজেরিয়া এবং ৩ মিনিট ১৯.৮০ সেকেন্ড সময় নিয়ে দ্বিতীয় হয়ে রুপো জিতেছে পোল্যান্ড। সদ্য সমাপ্ত টোকিও অলিম্পিকের মিক্সড রিলেতেও অংশগ্রহণ করেছিল ভারত। কিন্তু হিটে মিক্সড রিলে দল অষ্টম স্থানে শেষ করে।

অনুর্ধ্ব-২০ অ্যাথলেটিক্সে বুধবারের ব্রোঞ্জ ভারতের জন্য পঞ্চম পদক। এর আগে চারবার অনুর্ধ্ব-২০ অ্যাথলেটিক্স বিশ্ব চ্যাম্পিয়নশিপে পদক জিতেছে ভারত। এই প্রতিযোগিতাতেই তিন বছর আগে ২০১৮ সালে ৪০০ মিটার দৌড়ে সোনা জিতেছিলেন হিমা দাস। তার আগে ২০১৬ সালে জ্যাভলিন থ্রো-তে সোনা জিতেছিলেন সদ্য অলিম্পিকে সোনাজয়ী নীরজ চোপড়া।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

3 × 5 =