হকিতে ব্রোঞ্জ পদক ভারতের, ট্যুইটারে শুভেচ্ছাবার্তা জানালেন মোদি, মমতা

হকিতে ব্রোঞ্জ পদক ভারতের, ট্যুইটারে শুভেচ্ছাবার্তা জানালেন মোদি, মমতা

টোকিও: ৪১ বছর পর হকিতে অলিম্পিক পদক জিতল ভারতীয় পুরুষ হকি দল। বৃহস্পতিবার জার্মানিকে ৫-৪ গোলে হারিয়ে ইতিহাস গড়ল মনপ্রীত-শ্রীজেশরা। শেষবার ১৯৮০ সালের অলিম্পিকে সোনা জিতেছিল ভারতের পুরুষ হকি দল। তারপর এই প্রথম হকিতে ব্রোঞ্জ পদক জিতল মনপ্রীতরা। তাদের এই কীর্তিতে ফের খুশির ঢেউ বয়ে গিয়েছে দেশ জুড়ে। ট্যুইট করে ভারতীয় পুরুষ হকি দলকে অভিনন্দন জানিয়েছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, রাজ্যপাল জগদীপ ধনকড় থেকে শুরু করে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, রাষ্ট্রপতি রামনাথ কোভিন্দ-সহ আরও অনেকে।

বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ট্যুইট করে জানিয়েছেন, “ভারতের জন্য আবারও একটা গর্বের মুহূর্ত। অলিম্পিক ২০২০-তে ব্রোঞ্জ পদক জয়ের জন্য ভারতীয় পুরুষ হকি দলকে অভিনন্দন। যে সাহসীকতার সঙ্গে তোমরা খেলেছ সেটা ভবিষ্যৎ প্রজন্ম মনে রাখবে।” ভারতীয় পুরুষ হকি দলের এই সাফল্যে উচ্ছসিত দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও। ট্যুইটারে তিনি লিখেছেন, “ঐতিহাসিক! এমন একটা দিন যেটা প্রত্যেক ভারতবাসীর মনে স্মরণীয় হয়ে থাকবে। দেশে ব্রোঞ্জ পদক নিয়ে আসার জন্য ভারতীয় পুরুষ হকি দলকে অভিনন্দন। এই কীর্তির মধ্য দিয়ে তারা গোটা দেশ বিশেষত তরুণ প্রজন্মের কল্পনাকে ছুঁয়ে গিয়েছে। ভারত তার হকি দলকে নিয়ে গর্বিত।”

ট্যুইটারে ভারতীয় পুরুষ হকি দলকে অভিনন্দন জানিয়েছেন রাষ্ট্রপতি রামনাথ কোভিন্দও। তিনি লিখেছেন, “৪১ বছর পর অলিম্পিক পদক জয়ের জন্য ভারতীয় পুরুষ হকি দলকে অভিনন্দন। এই দলটা জয়ের জন্য অসাধারণ দক্ষতা, সহনশীলতা ও সংকল্প দেখিয়েছে। এই ঐতিহাসিক জয় ভারতীয় হকির নতুন যুগের সূচনা করবে। তরুণ প্রজন্মকে অনুপ্রেরণা দেবে।”

 

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

19 − 5 =