india
কলকাতা: দেশের গর্ব আরও বাড়িয়ে দিলেন ভারতীয় মহিলারা। এশিয়ান গেমসে মহিলা ক্রিকেটে সোনা জিতল ভারত। এদিনের ফাইনালে শ্রীলঙ্কাকে হারিয়ে এই মাইলফলক ছুঁলেন হরমনপ্রীত কৌর, স্মৃতি মন্ধানা, তিতাস সাধুরা। আলাদা করে বলতেই হয় এই তিতাসের কথা। তিনি এদিন বল হাতে কার্যত জাদু দেখিয়েছেন। এই নিয়ে দ্বিতীয় সোনা জয়ের ফলে পদক তালিকায় উন্নতি হয়েছে ভারতের।
ফাইনাল ম্যাচে টসে জিতে প্রথমে ব্যাট করতে নামে ভারত। ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে ১১৬ রান করে তারা। যদিও দলের ওপেনার শেফালি বর্মা খুব জলদিই আউট হন। তবে অপর ওপেনার মন্ধানা এবং তিনে নামা জেমাইমা দাপট দেখান। কিন্তু মন্ধানা আউট হওয়ার পরেই খেই হারায় ভারত। মিডল অর্ডার সেইভাবে ক্লিক করেনি। তবে শেষমেষ ফাইটিং স্কোর করেছে তারা এমনটাই মনে হয়েছিল। খেলা শেষে সেটাই প্রমাণিত হল তবে এর জন্য আলাদা বাহবা দিতেই হচ্ছে বাংলার তিতাসকে। শ্রীলঙ্কা ব্যাট করতে নামার পর নিজের প্রথম ওভারেই দুই উইকেট নেন তিতাস। ম্যাচে নিজের ৪ ওভারে ৬ রান দিয়ে ৩ উইকেট নেন তিনি।
মূলত তিতাসের স্পেলেই শেষ হয়ে যায় শ্রীলঙ্কার আশা। শেষ পর্যন্ত ৯৭ রানে গুটিয়ে যায় তাদের ইনিংস। ১৯ রানে ম্যাচ জেতে ভারত। এই সোনা জয়ের ফলে হংকংয়ের সঙ্গে যুগ্ম ভাবে পঞ্চম স্থানে রয়েছে ভারত। তারা পদক সংখ্যায় উন্নতি করেছে। এই মুহূর্তে ভারতের সংগ্রহে রয়েছে ২টি সোনা, ৩টি রুপো ও ৬টি ব্রোঞ্জ, অর্থাৎ মোট ১১টি পদক।