হকিতে জয়ের হ্যাটট্রিক ভারতের, জাপানকে উড়িয়ে অপেক্ষা পাকিস্তানের

হকিতে জয়ের হ্যাটট্রিক ভারতের, জাপানকে উড়িয়ে অপেক্ষা পাকিস্তানের

a7618021039bf71d7782293fad7529c4

নয়াদিল্লি: শেষ ২ ম্যাচে ৩২ গোল করে আজকের খেলায় নেমেছিল ভারতীয় হকি দল। এশিয়ান গেমসের এদিনের ম্যাচে জয়ের ধারা বজায় রাখল দেশ। জাপানকে ৪-১ উড়িয়ে দিল ভারত। সেই সঙ্গে হকিতে ভারতের পদক জয়ের সম্ভাবনা ক্রমশ উজ্জ্বল হল। আগামী শনিবার তারা পাকিস্তানের বিরুদ্ধে খেলবে। সেই ম্যাচেও যে জয় নিশ্চিত সেই আশাই রাখছে আপামর দেশবাসী। 

১৯তম এশিয়ান গেমসের প্রথম ম্যাচে উজবেকিস্তানের বিরুদ্ধে ১৬ গোল করেছিল ভারত। একটিও গোল খায়নি। ঠিক এর পরের ম্যাচে সিঙ্গাপুরকে তারা হারায় ১৬-১ গোলে। এক কথায়, ২টো ম্যাচে ৫টা হ্যাটট্রিক, ৩২ গোল করে এদিন জাপানের বিরুদ্ধে নেমেছিল ভারত। তবে আজকের ম্যাচে আগের মতো দাপট দেখাতে পারেনি তারা। যদিও সেটা কার্যত সম্ভব ছিল না কারণ জাপান গত বারের বিজয়ী দল। কিন্তু দেশের জয় নিয়ে কোনও সন্দেহ ছিল না। এ দিন ম্যাচের ১৩ মিনিটে পেনাল্টি কর্নার থেকে গোল করে ভারত। এরপর গোল হয় ২৪ মিনিটে। তৃতীয় কোয়ার্টারের শুরুতে সেই পেনাল্টি কর্নার থেকেই আবার গোল। চতুর্থ কোয়ার্টারের শুরুতে চতুর্থ গোল করে ভারত।

এরপর ৩০ সেপ্টেম্বর ভারত খেলবে চির প্রতিদ্বন্দ্বি পাকিস্তানের বিরুদ্ধে। হকির শেষ ম্যাচ হবে ২ অক্টোবর বাংলাদেশের বিরুদ্ধে। টুর্নামেন্টের ফাইনাল খেলা হবে ৬ অক্টোবর। আশা করা যায়, ভারত সোনা জিততে সক্ষম হবে। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *