india
নয়াদিল্লি: চলতি এশিয়ান গেমসে একের পর এক ইতিহাস সৃষ্টি করছে ভারত। সকালেই ১০০ পদকের গণ্ডি পার করেছিল দেশ, বেলা গড়াতেই চলে এল আরও দুটি সোনার পদক। একটি কবাডিতে অন্যটি ক্রিকেটে। মেয়েদের মতো ছেলেরাও স্বর্ণপদক নিয়ে এল দেশে। তবে কবাডির সোনা জিততে অনেক কাঠ-খড় পোড়াতে হয় ভারতকে। না, খেলার মধ্যে নয়, বাইরে।
এদিন কবাডিতে ইরানকে হারিয়ে পদক জিতেছে ভারত। তবে ১ ঘণ্টা ১৫ মিনিট মতো খেলা বন্ধ ছিল। খেলা শেষ হওয়ার ১ মিনিট ৩ সেকেন্ড বাকি থাকার সময় ‘নাটক’ শুরু হয়। দু’দলেরই তখন পয়েন্ট ছিল ২৮। ‘ডু অর ডাই’ ঘোষণার পর রেডে গিয়েছিলেন ভারতীয় খেলোয়াড়। ইরানের কোনও খেলোয়াড়কে স্পর্শ করার আগেই তিনি বেরিয়ে আসেন। তাঁকে তাড়া করে ইরানের একজন লাইনের বাইরে চলে এসেছিলেন। তাঁকে স্পর্শ করেছিলেন আরও তিন জন সতীর্থ। ঘটনা ঘটে এখানেই। নতুন এবং পুরনো নিয়ম অনুযায়ী পয়েন্টের তফাৎ হওয়ায় ভারত আপত্তি জানায়। কারণ তাদের বেশি পয়েন্ট দিয়েও কেটে নেওয়া হয়েছিল।
রেফারি এবং আম্পায়াররা কোনও সিদ্ধান্ত না নিতে পারায় শেষ পর্যন্ত হস্তক্ষেপ করতে হয় এশীয় কবাডি সংস্থার সেক্রেটারি জেনারেলকে। যদিও তিনি দুই দলকে একই পয়েন্ট দেওয়ায় কোর্টের মধ্যে বসে বিক্ষোভ শুরু করে ভারত। এরপর নতুন করে আলোচনা শুরু করেন রেফারি, আম্পায়াররা। শেষে ভারতকে চার পয়েন্ট দেওয়া হয়। এতে আবার ইরান অসন্তুষ্ট হয়। এক্ষেত্রে এশীয় কবাডি সংস্থার কর্তা, ম্যাচ অফিশিয়াল এবং আয়োজকেরা কথা বলে ঠিক করেন, যেহেতু খেলা শুরুর আগে নিয়ম সম্পর্কে নির্দিষ্ট ভাবে জানানো হয়নি, তাই শেষ পর্যন্ত পুরনো নিয়মকেই মান্যতা দেওয়া হবে।
অন্যদিকে ছেলেদের ক্রিকেটেও সোনা জিতেছে ভারত। যদিও বৃষ্টির কারণে ম্যাচ পরিত্যক্ত হয়ে যায়। আফগানিস্তানের থেকে ক্রমতালিকায় এগিয়ে থাকার কারণে সোনা জিতেছে দেশ। এর আগে এশিয়ান গেমসে ভারতের মহিলা ক্রিকেট দল সোনা জিতেছিল শ্রীলঙ্কাকে হারিয়ে।