২২তম সোনা দেশে, এশিয়াডের হকিতে ‘চক দে ইন্ডিয়া’

২২তম সোনা দেশে, এশিয়াডের হকিতে ‘চক দে ইন্ডিয়া’

india

নয়াদিল্লি: গত বারের এশিয়ান গেমসের দুঃখ এবার ভুলিয়ে দিল ভারত। আগের বার হকির ফাইনালে উঠতে পারেনি দেশ, এবার উঠলও, জিতলও, সোনা নিয়ে এল। চলতি এশিয়ান গেমসে ২২ তম সোনা চলে এল দেশে। হকির ফাইনালে ভারত জাপানকে হারাল ৫-১ গোলে। জোড়া গোল করলেন হরমনপ্রীত সিংহ। গ্রুপ পর্বে এই জাপানকেই ভারত ৪-২ গোলে হারিয়েছিল। 

গত এশিয়ান গেমসে পাকিস্তানকে হারিয়ে ব্রোঞ্জ পেয়েছিল ভারত। এবার পাকিস্তানকে ১০ গোল মারা থেকে সোনা পাওয়া, সব যেন উসুল করে নিয়েছে ছেলেরা। চলতি গেমসের হকিতে দুরন্ত পারফর্ম করে এসেছে ভারত। কোনও ম্যাচে ১০ গোল, তো কোনও ম্যাচে ১৬ গোল পর্যন্ত দিয়েছে। সকলেই আশা করেছিলেন যে, ভারত হকিতে এবার সোনা পাচ্ছে। সেই আশা পূরণ হল। সব মিলিয়ে এ বারের এশিয়াডে এই নিয়ে ২২টি সোনা জিতল ভারত। 

এদিনের খেলায় হরমনপ্রীত সিংহের জোড়া গোলের পাশে জ্বলজ্বল করছে মনপ্রীত সিংহ, অমিত রোহিদাস এবং অভিষেকের একটি করে গোল। তবে আজ জাপান অনেক বেশি সংগঠিত হয়ে নেমেছিল। গোলের মুখ খুব একটা খুলতেই পারছিল না ভারত। যদিও খেলা যত এগোলো, গোলের মুখ তত খুলল। একটা, দুটো নয়, পাঁচ-পাঁচটা গোল করল ভারত।   

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *