আমদাবাদে পাকিস্তান বধ, ৭ উইকেটে জিতল ভারত

আমদাবাদে পাকিস্তান বধ, ৭ উইকেটে জিতল ভারত

india wins

আমদাবাদ: বিশ্বকাপের ইতিহাসে আমদাবাদে আরও একবার পাকিস্তান বধ৷  বিশ্বকাপের ২২ গজে বরাবরের মতোই এবারও ভারতের বিরুদ্ধে গর্জে উঠতে পারল না বাবর আজমের পাকিস্তান। ভারতীয় বোলারদের দাপটে তাদের ইনিংস মুড়িয়ে যায় ১৯১ রানে। জবাবে ব্যাট হাতে ৩০.৩ ওভারে ৩ উইকেটে ১৯২ রান তুলে নেন রোহিতরা। পাকিস্তানকে ৭ উইকেটে হারাল ভারত।

এদিন টস জিতে পাকিস্তানকে প্রথমে ব্যাট করতে পাঠান রোহিত। বাবরের দল ইনিংসের শুরুটা বেশ ভালোই করেছিল। কিন্তু শেষটা হল অত্যন্ত সাদামাটা। ৩৬ রানের মধ্যে ৮ উইকেট হারিয়ে জমি হারিয়ে ফেলে পাকিস্তান।  জবাবে ব্যাট করতে নেমে শুরু থেকেই আক্রমণাত্মক মেজাজ দেখান ভারত অধিনায়ক রোহিত শর্মা৷ ৬৩ বলে ৮৬ রানের অনবদ্য ইনিংস খেলেন তিনি৷ রোহিতের ব্যাট থেকে  ৬টি চার এবং ৬টি ছক্কা হজম করতে হল পাক বোলারদের৷  এ দিন অবশ্য রান পাননি বিরাট কোহলি (১৬)৷ তবে দায়িত্ব উইকেটে টিকে থাকলেন শ্রেয়স আইয়ার। ৬২ বলে ৫৩ রানের অপরাজিত ইনিংস খেলেন তিনি৷ 

ভারতের হয়ে বুমরা ১৯ রানে ২ উইকেট নেন। কুলদীপ যাদব ৩৫ রানে নেন ২ উইকেট৷ সিরাজও ২ উইকেট নেন৷ তবে ৫০ রান খরচ করতে হয় তাঁকে। হার্দিক পান্ডের ঝুলিতেও আসে ২ উইকেট৷ তিনি ৩৪ রান দিয়েছেন। ৩৮ রানে ২ উইকেট তোলেন রবীন্দ্র জাডেজার।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *