BREAKING: ২০২১ সালে বিশ্বকাপ আয়োজনের দায়িত্ব পেল ভারত, সিন্ধান্ত ICC-র

BREAKING: ২০২১ সালে বিশ্বকাপ আয়োজনের দায়িত্ব পেল ভারত, সিন্ধান্ত ICC-র

4d41e7294f164ea484d6174b52e90da4

 
নয়াদিল্লি: ক্রিকেট প্রেমিদের জন্য সুখবর৷ করোনা আবহে আইপিএলের পর এবার ২০২১ সালে বিশ্বকাপ নিয়ে বড়সড় সুখবর পেতে চলেছেন ভারতের অগণিত ক্রিকেট দর্শক৷ করোনা পরিস্থিতি মাথায় রেখে অস্ট্রেলিয়ার পরিবর্তে এবার ভারতে অনুষ্ঠিত হতে চলেছে ২০২১ সালের টি-২০ বিশ্বকাপ৷ আজ আইসিসির বৈঠকে এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে৷

২০২১ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপ ভারতে হতে চলেছে৷ টুর্নামেন্ট আয়োজনের দায়িত্ব পেয়েছে ভারত৷ ২০২০ সালে এই টুর্নামেন্ট অনুষ্ঠিত হওয়ার কথা ছিল অস্ট্রেলিয়ায়৷ তা পিছিয়ে গিয়েছে ২০২১ সালে৷ এবার ওই বিশ্বকাপ আয়োজনের দায়িত্ব পেয়েছে ভারত৷ আজ আইসিসির বৈঠকের সিদ্ধান্ত নেওয়া হয়েছে, ২০২১ সালে বিশ্বকাপ ভারতে হবে৷ ২০২০ সালে বিশ্বকাপ পিছিয়ে গিয়ে ২০২১ সালের বিশ্বকাপ ভারতে হবে৷ এছাড়া ২০২২ সালে বিশ্বকাপ অস্ট্রেলিয়া তে হবে৷ ২০২২ সালে ভারতে টি-টোয়েন্টি বিশ্বকাপ হওয়ার কথা ছিল৷ তা এবার এক বছর এগিয়ে আনা হয়েছে৷

9e3b77fa94a015006a928a81e1260f8a

ইতিমধ্যেই ক্রিকেট প্রেমীদের জন্য সুখবর দিয়েছে বিসিসিআই৷ আইপিএল গভর্নিং কাউন্সিল ইতিমধ্যেই জানিয়েছে, চলতি বছরের আইপিএল টুর্নামেন্ট শুরু হবে ১৯ সেপ্টেম্বর থেকে৷ চলবে ১০ নভেম্বর পর্যন্ত৷ যদিও করোনা পরিস্থিতিতে এখনও পুরো বিষয়টি সরকারের অনুমোদনের অপেক্ষায় রয়েছে৷ এবছর সংযুক্ত আরব আমিরশাহিতে আইপিএল ২০২০ আয়োজিত করার ইচ্ছা প্রকাশ করেছে বিসিসিআই৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *