সাউদাম্পটন: ৩২ রানে এগিয়ে থেকে আজ সাউদাম্পটনে শেষ দিনে দ্বিতীয় ইনিংসে নামল ভারত। তিনটে সেশনের মধ্যে ভারত ও নিউজিল্যান্ড ব্যাট করবে। এত কম সময়ের মধ্যে বিরাট কোহলি আদৌও টেস্ট চ্যাম্পিয়নশিপ জয়ের জন্য খেলবেন নাকি ড্রয়ের জন্য সেটা অবশ্যই দেখার বিষয় হবে। মঙ্গলবার পঞ্চম দিনের খেলার শেষে ভারত দ্বিতীয় ইনিংসে ২ উইকেট হারিয়ে ৬৪ রান করেছে। দুই ওপেনার রোহিত শর্মা ও শুভমান গিল সাজঘরে ফিরে গেলেও বাইশ গজে রয়েছেন ভারতীয় অধিনায়ক বিরাট কোহলি ও চেতেশ্বর পূজারা। দ্বিতীয় ইনিংসে নিউজিল্যান্ডের থেকে ৩২ রানে পিছিয়ে থেকে ব্যাট করতে নেমে ভারত পঞ্চম দিনের খেলা শেষে ৩২ এগিয়ে রয়েছে। প্রথম ইনিংসে মহম্মদ শামির ৪ উইকেট ও ইশান্ত শর্মার ৩ উইকেটের দৌলতে ২৪৯ রানে অলআউট হয়ে গিয়েছিল নিউজিল্যান্ড।
বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের ছয়দিনের খেলার মধ্যে গোটা ২ দিনের খেলা ভেস্তে দিয়েছে বৃষ্টি। পঞ্চম দিন যখন বৃষ্টির জন্যই একটু দেরি করে খেলা শুরু হল তখন নিউজিল্যান্ড ২ উইকেট খুইয়ে ১০১ রান সংগ্রহ করেছিল। প্রথম ইনিংসে ভারতের থেকে কিউয়িরা পিছিয়ে ছিল ১১৬ রানে। কিন্তু পঞ্চম দিনের খেলায় প্রথম থেকেই দুরন্ত বোলিং পারফরম্যান্সের নিদর্শন রাখছিলেন ভারতীয় ফাস্ট বোলাররা। শামি-বুমরাহ-ইশান্তদের তীক্ষ্ণ বোলিং পিছু হটতে বাধ্য করেছিল কিউয়িদের। দিনের শুরুতেই অভিজ্ঞ রস টেলরকে সাজঘরে ফেরান মহম্মদ শামি। একদিকে অধিনায়ক কেন উইলিয়ামসন দাঁড়িয়ে থাকলেও উল্টোদিকে কিউয়ি ব্যাটসম্যানরা কেউই বেশিক্ষণ টিকতে পারেননি।
মধ্যাহ্ন বিরতির পর হাত খুলে চালিয়ে খেলতে শুরু করেন কোলিন ডি গ্র্যান্ডহোম। কিন্তু খুব বেশি ক্ষতি করার আগে তাকেও ড্রেসিংরুমে পাঠান মহম্মদ শামি। সুযোগ বুঝে বড় রানের জন্য শট খেলেন উইলিয়ামসনও। বড় শট খেলেন কাইল জেমিসন। কিন্তু একটি ৬ রান খেয়ে তার পরের বলেই জেমিসনকে আউট করেন শামি। এরপর ব্যাট করতে নেমেই মেরে খেলতে শুরু করেন টিম সাউদিও। এমন সময় কিউয়ি অধিনায়ক উইলিয়ামসন ১৭৭ বলে ৪৯ রান করে ইশান্ত শর্মার বলে তৃতীয় স্লিপে বিরাট কোহলির হাতে ক্যাচ দিয়ে সাজঘরে ফেরেন। কিন্তু শেষ মুহূর্তে জেমিসনের ২১ রান ও সাউদির ৩০ রানের উপর ভর করেই ভারতের রান পেরিয়ে গিয়ে ৩২ রানে এগিয়ে যায় নিউজিল্যান্ড। সাউদিকে বোল্ড করেন রবীন্দ্র জাদেজা। শামি এবং ইশান্ত ছাড়াও ২টি উইকেট নেন রবীচন্দ্রন অশ্বিন ও ১টি উইকেট নেন জাদেজা।
৩২ রানে পিছিয়ে থেকে ব্যাট করতে নেমে শুরুটা চমৎকার ধীর স্থিরভাবে করেছিলেন ভারতের দুই ওপেনার রোহিত শর্মা ও শুভমান গিল। তবে নতুন বলের সুইং সামলে দুজনেই সাজঘরে ফেরেন টিম সাউদির বলে। ৩৩ বলে ৮ রান করে এলবিডব্লিউ আউট হন গিল। অন্যদিকে ৮১ বলে ৩০ রান করে ওই একই বোলারের বলে একই আউট হন রোহিত। এরপর পঞ্চম দিনের খেলা শেষ হওয়া পর্যন্ত বাইশ গজে টিকে রয়েছেন অধিনায়ক কোহলি ও চেতেশ্বর পূজারা। এখন এটাই দেখার যে ষষ্ঠ তথা শেষদিনের খেলায় ভারত জয়ের জন্য ঝাঁপায় নাকি রক্ষণাত্মক খেলে ড্রয়ের কথা ভাবে।