India vs England: ঘুরে দাঁড়াচ্ছে ইংল্যান্ড, অ্যান্ডারসনের জোড়া উইকেটে চাপে ভারত

India vs England: ঘুরে দাঁড়াচ্ছে ইংল্যান্ড, অ্যান্ডারসনের জোড়া উইকেটে চাপে ভারত

ইংল্যান্ড: প্রথম টেস্টের দ্বিতীয় দিনেই ঘুরে দাঁড়ালো ইংল্যান্ড। বৃষ্টির জন্য তৃতীয় সেশনের খেলা ব্যাহত হলেও ভারতকে চাপে ফেলে দ্বিতীয় দিনের শেষে ভালো জায়গায় রয়েছে ইংরেজরা। দ্বিতীয় দিনের খেলার শেষে ৪ উইকেট খুইয়ে ১২৫ রান করেছে বিরাট কোহলির ভারত। এখনও ইংল্যান্ডের থেকে প্রথম ইনিংসে ৫৮ রানে পিছিয়ে রয়েছে তারা। ৫৭ রানে অপরাজিত রয়েছেন কে এল রাহুল। তার সঙ্গে ক্রিজে রয়েছেন ঋষভ পন্থ। এদিন দ্বিতীয় সেশনেই খারাপ আলোর জন্য খেলা বন্ধ হয়ে যায়। পরে বৃষ্টি নামায় তৃতীয় সেশন আর সেভাবে খেলা যায়নি।

প্রথম দিনের খেলা শেষে বিনা উইকেটে ২১ রান করেছিল ভারতের ওপেনিং জুটি রোহিত শর্মা এবং কে এল রাহুল। দ্বিতীয় দিনের খেলা শুরু হতেই খুব সন্তর্পনে স্কোরবোর্ড এগিয়ে নিয়ে যাচ্ছিলেন তারা। প্রথম উইকেটে রোহিত ও রাহুল ৯৭ রানের পার্টনারশিপ করেন। প্রথম সেশনের খেলা শেষের ঠিক আগে রবিনসনের বাউন্সারে পুল করতে গিয়ে স্যাম কারেনের হাতে ক্যাচ দিয়ে সাজঘরে ফেরেন রোহিত শর্মা (১০৭ বলে ৩৬ রান)। দ্বিতীয় সেশনের খেলা শুরু হতেই নিজের অর্ধশত রান পূরণ করেন কে এল রাহুল। যদিও উল্টো দিকে থাকা চেতেশ্বর পুজারা (১৬ বলে ৪ রান) ও অধিনায়ক বিরাট কোহলিকে প্রথম বলেই শূন্য রানে আউট করে ড্রেসিংরুমের পথ দেখান ইংরেজ অধিনায়ক জো রুটের বুড়ো ঘোড়া জেমস অ্যান্ডারসন।

ভারতের সহ-অধিনায়ক অজিঙ্কে রাহানেকে (৫ বলে ৫ রান) রান আউট করেন জনি বেয়ারস্টো। বর্তমানে ১৫১ বলে ৫৭ রান করে অপরাজিত রয়েছেন কে এল রাহুল। তার সঙ্গে ব্যাট করছেন উইকেটরক্ষক ঋষভ পন্থ (৮ বলে ৭ রান)। ৪ উইকেটের মধ্যে দুটি উইকেট নিয়েছেন অ্যান্ডারসন এবং একটি নিয়েছেন রবিনসন। এদিন তৃতীয় সেশনে বৃষ্টির কারণে খেলা প্রায় বন্ধই ছিল। তাই শুক্রবার প্রথম টেস্টের তৃতীয় দিন এই টেস্টের ভাগ্য নির্ধারণ করবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *