আফগানিস্তানকে নাস্তানুবুদ করে এশিয়া কাপে ছাড়পত্র ভারতের

আফগানিস্তানকে নাস্তানুবুদ করে এশিয়া কাপে ছাড়পত্র ভারতের

 

নয়াদিল্লি:  বাংলাদেশের পর আফগানিস্তান। দুরন্ত ফুটবল ভারতের। আগের ম্যাচে বাংলাদেশের বিরুদ্ধে জয় ছিনিয়ে নিয়েছিল সুনীল ছেত্রীরা। আর এদিনও ভালো ফুটবল উপহার দিল গোটা দল। জিততে না পারলেও ১-১ গোলে ড্র করে ম্যাচ ছাড়ল ভারত। ম্যাচ ড্র করলেও ১ পয়েন্ট নিয়ে এশিয়ান কাপে যোগ্যতা অর্জন করল সুলীল ছেত্রীরা।

বিশ্বকাপ যোগ্যতা অর্জন পর্বের শেষ ম্যাচে আফগানিস্তানের মুখোমুখি হয়েছিল ভারত। বিশ্বকাপের যোগ্যতা অর্জনের আশা ছিল না একেবারেই। কিন্তু এশিয়ান কাপে যোগ্যতা অর্জনের জন্য আজকে এক পয়েন্টই যথেষ্ট ছিল ভারতের। ভারতীয় দলে ছিল কয়েকটি পরিবর্তন। প্রথম একাদশে ফিরেছিলেন রাহুল ভেকে, সাহাল সামাদরা। ম্যাচের শুরু থেকে বলের দখল নিজেদের কাছে রেখে খেলার চেষ্টা করতে থাকে ভারত।  আফগানিস্তানের সমস্যা বাড়িয়ে ২৯ মিনিটে চোট পেয়ে উঠে যেতে বাধ্য হন আফগান অধিনায়ক ফারশাদ নূর। প্রথমার্ধর শেষ দিকে অল্পের জন্য গোলের সুযোগ পেয়েও বলের কাছে পৌঁছতে ব্যর্থ হন মনবীর। প্রথমার্ধ শেষ হয় গোলশূন্য ভাবেই।

দ্বিতীয়ার্ধের শুরু থেকে অনেক বেশি মরিয়া দেখা যায় আফগানিস্তানকে। বলের দখল নিজেদের কাছে রেখে আক্রমণ শানানোর চেষ্টা করে তারা। অপরদিকে ভারত সুযোগ খুঁজছিল প্রতি আক্রমণে আফগানিস্তানকে বিপদে ফেলার। এরপর ৭৪ মিনিটে আফগানিস্তান গোলরক্ষক আজিজির মারাত্মক ভুলে এগিয়ে যায় ভারত। বল বক্সে ভেসে তালুবন্দি করতে গিয়ে নিজের গোলেই আত্মঘাতী গোল করে বসেন আফগান গোলরক্ষক। ৮১ মিনিটে কুরুনিয়ানকে তুলে নিয়ে বিপিনকে মাঠে নামায় ভারত।

তার আগে ৭৮ মিনিটে গোলের সুযোগ তৈরি করেও ফিনিশিং টাচ দিতে ব্যর্থ হয় ভারত। পরিবর্ত হিসেবে মাঠে নেমেই গোল করলেন হোসেন জামানি। ৮২ মিনিটে তাঁর গোলেই ১-১ সমতা ফেরায় আফগানিস্তান। ৮৬ মিনিটে ওমিদ ও আমিরকে তুলে নিয়ে জুবাইর ও নোরাওল্লাহকে মাঠে নামায় আফগানিস্তান। ৯০ মিনিটে শুভাশিসের ক্রস হেডে আফগানিস্তানের জালে জড়ানোর চেষ্টা করেন মনবীর। তবে বল মাঠের বাইরে চলে যায়। এরপর আর কোনও গোল আসে নি। শেষপর্যন্ত খেলা শেষ হয় ১-১ ফলেই। ম্যাচ ড্র করে এশিয়ান কাপে যোগ্যতা অর্জন করল ইগর স্তিমাচের দল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *