Aajbikel

মাঠের 'যুদ্ধ' হারল ভারত, চিনের কাছে খেল ৫ গোল

 | 
সুনীল

কলকাতা: এশিয়ান গেমসের প্রথম ম্যাচে ভারত যে আশানুরূপ কিছু করতে পারবে না তা খেলা শুরুর প্রথম কয়েক মিনিট থেকেই বোঝা যাচ্ছিল। কিন্তু শেষটা যে এমন হবে তা হয়তো কেউই কল্পনা করেনি। চিনের বিরুদ্ধে মাঠে নেমে ভারত 'যুদ্ধ' তো হারলই, তাও আবার ৫ গোল খেয়ে। হ্যাঁ, এশিয়ান গেমসের প্রথম ম্যাচেই চিনের কাছে ১-৫ গোলে হারলেন সুনীল ছেত্রীরা। এই ম্যাচের একমাত্র আশার দিক বলতে প্রথমার্ধের শেষে রাহুল কে পি-র গোল। 

শেষ কয়েক সপ্তাহ ধরে ভারতীয় দল নিয়ে কী টানাপোড়েন চলেছে তা সকলের জানা। এক কথায়, ঠিক মতো দলই গোছাতে পারেননি কোচ ইগর স্টিমাচ। একটা প্রতিযোগিতামূলক ম্যাচ খেলতে দল এসে পৌঁছাল ২১ ঘণ্টা আগে। কোনও অনুশীলন ছাড়া, বোঝাপড়া ছাড়াই মাঠে নেমে গেল। শেষমেষ যা হওয়ার তাই হল। ম্যাচের মধ্যে খেলোয়াড়রা কী পরিমাণ ক্লান্ত হয়েছিলেন তাও বোঝা গেল। অর্থাৎ ম্যাচ ফিটনেস শূন্য। তাও ১ গোলে পিছিয়ে থাকার পর ভারত যখন ১-১ করে, তখন অনেকেই ভালো কিছু আশা করেছিলেন এই ম্যাচ থেকে। তারা এখন ম্যাচের ফল দেখে হয়তো মাথা ঠুকছেন। 

প্রথমার্ধের পর দ্বিতীয়ার্ধে চিন ভারতকে দাঁড়াতে দেয়নি। ৫১ মিনিট, তারপর ৭২ ও ৭৫ মিনিটে জোড়া গোল করল তারা। ১-৪ পিছিয়ে পড়ার পরে ভারতকে আরও যেন ক্লান্ত মনে হচ্ছিল। আর শেষ গোলটা ছিল কফিনের শেষ পেরেক। প্রতিবেশী দেশের পঞ্চম গোলও ভারতীয় ডিফেন্স দাঁড়িয়ে দাঁড়িয়ে খেল। 

Around The Web

Trending News

You May like