লড়েও হার, কিংস কাপে ইরাকের কাছে টাইব্রেকারে পরাজিত ভারত

লড়েও হার, কিংস কাপে ইরাকের কাছে টাইব্রেকারে পরাজিত ভারত

india

কলকাতা: নির্ধারিত সময় ম্যাচ ২-২। টান টান উত্তেজনায় ভরপুর ভারত বনাম ইরাকের কিংস কাপের প্রথম ম্যাচ। তবে সেই ম্যাচে শেষ হাসি হাসতে পারল না মহেশ, সামাদ, সান্ধুরা। কারণ টাইব্রেকারে ৫-৪ গোলে জিতে গিয়েছে ইরাক। এই ম্যাচ জিতলে ফাইনালে উঠত ভারত। তবে দু’বার এগিয়ে থাকার পরও হার হজম করতে হল তাদের। 

ম্যাচের শুরুতে নিজেদের মধ্যে পাস খেলতে খেলতে আক্রমণে বারবার উঠছিল ভারত। দুই প্রান্ত বরাবর কিছুটা আক্রমণের ঝাঁজ বাড়াচ্ছিল তারা। এই লাগাতার আক্রমণের ফলেই প্রথম গোল চলে আসে ভারতের। সাহাল আব্দুল শামাদের বাড়ানো বল থেকে দুরন্ত বাঁ পায়ের শটে গোল করেন নওরেম মহেশ সিং। এটিই তাঁর জাতীয় দলের হয়ে দ্বিতীয় গোল হয়ে গেল। কিন্তু এরপর মিনিট কয়েকের মধ্যে পেনাল্টি পায় ইরাক। এক ফুটবলারের গোলমুখী শট সন্দেশ জিঙ্ঘনের হাতে লাগায় তা পেনাল্টি হয়। সেখান থেকে ম্যাচ ১-১ হয়ে যায়। 

দ্বিতীয়ার্ধে ৫১ মিনিটের মাথায় ইরাকের গোলকিপার হাসানের ভুলে এগিয়ে যায় ভারত। ডান প্রান্ত থেকে আসা শট সেভ দিয়েও গোলে ঢোকা থেকে তা আটকাতে পারেননি তিনি। যদিও এই গোলে তাঁর দলের কোনও লোকসান হয়নি। কারণ আবার পেনাল্টি পায় ইরাক। তাঁদের ফুটবলার বক্সের মধ্যে পড়ে গেলে রেফারি পেনাল্টি দিতে ভুল করেননি। ম্যাচ হয়ে যায় ২-২। সেখান থেকে তা টাইব্রেকারে গড়ালে ভারত আর ম্যাচে ফিরতে পারেনি।  

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

twenty + 10 =