টোকিও: ৪১ বছর প্রতীক্ষার অবসান ঘটিয়ে অলিম্পিক্সের সেমিফাইনালে পৌঁছেছিল ভারতীয় হকি দল৷ অনকে আশা নিয়ে বসেছিল ভারতের হকি প্রেমীরা৷ কিন্তু ভারতের সোনা জেতায় স্বপ্ন শেষ৷ বেলজিয়ামের বিরুদ্ধে হেরে গেল মনপ্রীতের ভারত৷ এবার ব্রোঞ্জের লড়াইয়ে নামবে ভারতীয় হকি দল৷
আরও পড়ুন – ইতিহাস লিখে অলিম্পিক্সে মেয়েদের হকির সেমিফাইনালে রানিরা
এদিন ২-৫ গোলে বেলজিয়ামের কাছে পরাজিত হয় ভারত৷ পেনাল্টি বক্সে ভুলের জন্য প্রচুর পেনাল্টি কর্নার পায় বেলজিয়াম৷ আর সেই সুযোগ দারুন ভাবে কাজে লাগায় তাঁরা৷ শুরু থেকে বলের দখল রেখেছিল মনপ্রীতরা৷ কিছু পেনাল্টি কর্নারও পেয়েছিল৷ কিন্তু তা কাজে লাগাতে পারেনি৷ শুরু থেকে কড়া টক্কর দিলেও গতবারের রুপো জয়ী বেলজিয়ামের কাছে পরাজিত হয় ভারত৷ প্রথম কোয়ার্টারে ২-১ গোলে এগিয়ে ছিল মনপ্রীতরা৷ কিন্তু দ্বিতীয় কোয়ার্টারে গোল শোধ করে দেয় বেলজিয়াম৷
News Flash: #Hockey: India give their absolute best before going down to reigning World Champion Belgium 2-5 in Semis.
Scoreline might not reflect the fight.
India will next play Bronze medal match.
Proud of your effort boys @TheHockeyIndia #Tokyo2020withIndia_AllSports pic.twitter.com/ju59ONc4R3— India_AllSports (@India_AllSports) August 3, 2021
Wins and losses are a part of life. Our Men’s Hockey Team at #Tokyo2020 gave their best and that is what counts. Wishing the Team the very best for the next match and their future endeavours. India is proud of our players.
— Narendra Modi (@narendramodi) August 3, 2021
এদিন ২ মিনিটের মাথায় প্রথম গোলটি করে বেলজিয়াম৷ তবে গোল শোধ করতে দেরি করেনি ভারত৷ হরমনপ্রীতের গোলে ম্যাচে সমতা বাজায় রাখে তাঁরা৷ প্রথম গোলের ৮ মিনিটের মাথায় দ্বিতীয় গোলটি করেন মনদীপ সিং৷ ভারত প্রথম কোয়ার্টার শেষ করে ২-১ এগিয়ে৷ কিন্তু দ্বিতীয় কোয়ার্টারে ফের গোল শেধ দেয় বেলজিয়াম৷ এর পর গাদা গাদা পেনাল্টি পেয়ে যায় গত বারের রুপো জয়ী দল৷ বেলজিয়ামের কাছে হেরে এবার ভারত নামবে ব্রোঞ্জ দখলের লড়াইয়ে৷ প্রসঙ্গত, গত বার অলিম্পিক্সে বেলজিয়ামের কাছে পরাজিত হয়েই অলিম্পিক্স থেকে ছিটকে গিয়েছিল ভারত৷