২০২২ ফুটবল বিশ্বকাপের লক্ষ্যে মাঠে নামছে ভারত

নয়াদিল্লি : লক্ষ্য ২০২২ ফুটবল বিশ্বকাপ, সর্বভারতীয় ফুটবল ফেডারেশন (এআইএফএফ) আরও বেশি আন্তর্জাতিক ম্যাচ খেলতে আগ্রহী। সেই লক্ষ্য নিয়ে আগামি জুনেই দ্বিতীয় বার্ষিক ইন্টারকন্টিনেন্টাল কাপ আয়োজন করতে চলেছে তারা। ভারত ছাড়াও এই প্রতিযোগিতায় খেলবে সিরিয়া, তাজাকিস্তান ও ডিপিআর কোরিয়া। চার দলীয় এই টুর্নামেন্ট শুরু হবে ৭ জুলাই এবং চলবে ১৭ জুলাই পর্যন্ত। গতবছর চালু হওয়া

15fc5557656e40b17aca6b499f65613b

২০২২ ফুটবল বিশ্বকাপের লক্ষ্যে মাঠে নামছে ভারত

নয়াদিল্লি : লক্ষ্য ২০২২ ফুটবল বিশ্বকাপ, সর্বভারতীয় ফুটবল ফেডারেশন (এআইএফএফ) আরও বেশি আন্তর্জাতিক ম্যাচ খেলতে আগ্রহী। সেই লক্ষ্য নিয়ে আগামি জুনেই দ্বিতীয় বার্ষিক ইন্টারকন্টিনেন্টাল কাপ আয়োজন করতে চলেছে তারা।

ভারত ছাড়াও এই প্রতিযোগিতায় খেলবে সিরিয়া, তাজাকিস্তান ও ডিপিআর কোরিয়া। চার দলীয় এই টুর্নামেন্ট শুরু হবে ৭ জুলাই এবং চলবে ১৭ জুলাই পর্যন্ত। গতবছর চালু হওয়া এই প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়েছিল ভারত।

কেনিয়া, নিউজিল্যান্ড এবং চাইনিজ তাইপেকে টপকে ট্রফি জেতায় ভারতের ফুটবলারদের নিয়ে খুব চর্চা হয়েছিল ফুটবল ফ্যানদের মধ্যে। এবার বাকি তিনটি দেশই ভারতের থেকে ফিফা ক্রমপর্যায়ে অনেকটা এগিয়ে। ফলে চলতি বছরের সেপ্টেম্বর থেকে শুরু হতে যাওয়া বিশ্বকাপ বাছাই পর্বের খেলা। তার আগে ভারতীয় দল নিজেদের শক্তি অনেকটাই যাচাই করে নিতে পারবে বলে মনে করছেন এআইএফএফ কর্তা কুশল দাস।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *