ইংল্যান্ড: পাঁচ টেস্টের ইংল্যান্ড সিরিজের প্রথম টেস্টের প্রথম দিনেই চালকের আসনে ভারত। প্রথমে ব্যাট করতে নেমে যশপ্রীত বুমরাহ এবং মহম্মদ শামির আগুনে বোলিংয়ের কাছে মাথা নত করে মাত্র ১৮৩ রানেই গুটিয়ে গেল গোটা ইংরেজ দল। একমাত্র অধিনায়ক জো রুট (১০৮ বলে ৬৪ রান) ছাড়া বাকি সকলেই প্রায় আয়ারাম-গয়ারাম হয়ে রইলেন। টসে জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত শুরুতেই বিপাকে ফেলে দিল ইংরেজ অধিনায়ক রুটকে। ব্রিটিশদের ১৮৩ রানের জবাবে প্রথম ইনিংসে ব্যাট করতে নেমে দিনের শেষে ১৩ ওভারে বিনা উইকেট খুইয়ে ২১ রান করেছে ভারতের ওপেনিং জুটি রোহিত শর্মা ও কে এল রাহুল। প্রথম দিনের খেলার শেষে ১৬২ রানে পিছিয়ে রয়েছে ভারতীয় দল।
বুধবার ট্রেন্ট ব্রিজে ইংল্যান্ডের বিরুদ্ধে সফরের প্রথম ম্যাচ খেলতে নেমেছিল বিরাট বাহিনী। টসে জিতে এদিন প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেন ইংরেজ অধিনায়ক জো রুট। কিন্তু শুরুটা একেবারেই ভালো হয়নি ব্রিটিশদের। প্রথম ওভারের পঞ্চম বলেই বুমরাহর অপ্রতিরোধ্য বলে এলবিডব্লিউ আউট হয়ে সাজঘরে ফেরেন ওপেনার রোরি বার্নস। ইংল্যান্ডের স্কোরবোর্ডে তখন ০ রানে ১ উইকেট। ব্যক্তিগত ২৭ রানের মাথায় জ্যাক ক্রাউলিকে আউট করেন মহম্মদ সিরাজ। দ্বিতীয় ওপেনার ডম সিবলিকে (৭০ বলে ১৮) সাজঘরে পাঠান মহম্মদ শামি। তৃতীয় উইকেটে জনি বেয়ারস্টোকে সঙ্গে নিয়ে দলের হাল ধরেন স্বয়ং অধিনায়ক জো রুট। গড়ে তোলেন ৭২ রানের পার্টনারশিপ। নিজের টেস্ট কেরিয়ারের ৫১তম অর্ধশতরান পূর্ণ করেন রুট। কিন্তু শেষ পর্যন্ত চায়ের বিরতির ঠিক আগে বেয়ারস্টোকে এলবিডব্লিউ আউট করে এই জুটি ভাঙেন শামি।
বিরতির পর ব্যক্তিগত ৬৪ রানে সাজঘরে ফিরে যান অধিনায়ক জো রুট। এরপর আর সেভাবে দাঁড়াতে পারেনি ইংল্যান্ড। লরেন্স এবং বাটলার দুজনেই ০ রানেই ড্রেসিংরুমের পথ ধরেন। স্যাম কারেন (৩৭ বলে ২৭ রান) শেষ বেলায় একটু চেষ্টা করলেও তাকে উল্টোদিক থেকে যোগ্য সঙ্গত দেওয়ার মতো লোক ছিল না। ক্রিজের একদিকে কারেন দাঁড়িয়ে থাকলেও অপরদিকে অ্যান্ডারসন, ব্রড এবং রবিনসন বুমরাহদের দাপট সহ্য করতে পারেনি। বুমরাহ একাই ৪টি উইকেট পান। মহম্মদ শামির ঝুলিতে যায় ৩ উইকেট। শার্দূল ঠাকুর ও মহম্মদ সিরাজ যথাক্রমে ২ ও ১টি উইকেট পান। ১৮৩ রানেই অলআউট হয়ে যায় ইংরেজরা। জবাবে ব্যাট করতে নেমে খুব সন্তর্পনে ইনিংসের শুরু করেছেন রোহিত শর্মা (৪০ বলে ৯ রান) এবং কে এল রাহুল (৩৯ বলে ৯ রান)। প্রথম দিনের খেলার শেষে বিনা উইকেটে ২১ রান বাধায় ভারত। এখনও ১৬২ রানে ইংল্যান্ডের থেকে পিছিয়ে রয়েছে বিরাট-বাহিনী।