কুয়ালালামপুর: ২০২৬ সালের ফিফা বিশ্বকাপের বাছাই-পর্বের প্রথম ও দ্বিতীয় রাউন্ডের ড্র হয়ে গেল আজ। সেই সঙ্গে ২০২৭ সালের এশিয়ান কাপের ড্রও অনুষ্ঠিত হল। কুয়ালালামপুরে বিশ্বকাপ কোয়ালিফায়ারের বাছাই পর্বে ভারত পড়ল গ্রুপ ‘এ’-তে। আসন্ন বিশ্বকাপে যোগ্যতা অর্জন করার জন্য ভারতীয় ফুটবলকে যে আরও বেশি কসরত করতে হবে তা আজ আরও বেশি বোঝা যাচ্ছে। কারণ, অন্য দুই দলই খুব শক্তিশালী।
এদিন এই ড্র-তে দ্বিতীয় পটের শুরুতেই নাম উঠেছে ভারতের। ২০২৬ সালের বিশ্বকাপের কোয়ালিফায়ার এবং ২০২৭ সালের এশিয়ান কাপের বাছাই-পর্বের দ্বিতীয় রাউন্ডে গ্রুপ ‘এ’-তে থাকবে ভারত। তার সঙ্গে আছে আফগানিস্তান এবং মঙ্গোলিয়া ম্যাচের জয়ী দল, তৃতীয় পট থেকে আসা কুয়েত এবং প্রথম পট থেকে কাতার। অর্থাৎ গ্রুপের চারটি দল দাঁড়াল – কাতার, ভারত, কুয়েত এবং আফগানিস্তান বা মঙ্গোলিয়া। এর মধ্যে শেষ বিশ্বকাপ খেলা কাতারের র্যাঙ্কিং ৫৯, ভারতের র্যাঙ্কিং ৯৯, কুয়েতের র্যাঙ্কিং ১৩৭।
প্রসঙ্গত, ২০২৬ সালের ফিফা বিশ্বকাপে ৪৮টি দল খেলবে। এএফসি বা এশিয়ান ফুটবল কনফেডারেশন থেকে সরাসরি আটটি দল বিশ্বকাপের টিকিট পাবে। আজ কুয়ালামপুরে এএফসি হাউসে বাছাই-পর্বের ড্র অনুষ্ঠিত হল দুই রাউন্ডে।