৪১ বছরে এই প্রথম! এশিয়ানে ঘোড়সওয়ারিতে সোনা

৪১ বছরে এই প্রথম! এশিয়ানে ঘোড়সওয়ারিতে সোনা

f8346dc0b9f28071d1e0133db1106b87

হ্যাংজু: এশিয়ান গেমসে পদক জয়ের ধারা বজায় রাখছে ভারত। ক্রিকেটে জিতে দ্বিতীয় সোনা নিশ্চিত করেছিল দেশ, এবার ভারতের ঘোড়সওয়ার দল স্বর্ণপদক জিতল। আর এতে তৈরি হল নতুন ইতিহাস। কারণ ৪১ বছর পর এই প্রথম ভারতের ঘোড়সওয়ার দল সোনা জিতেছে। দলগত ইভেন্টে এসেছে এই সোনা। এর আগে ভারত ১৯৮২ সালে এই ইভেন্টে সোনা জিতেছিল। 

চলতি এশিয়ান গেমসে ইক্যুইস্ট্রেয়ান ড্রেসেজ ইভেন্টে কেউ সোনা কেন, কোনও পদকই আশা করেনি। কিন্তু ভারতীয় অশ্বারোহী সুদীপ্তি হাজেলা, দিব্যকীর্তি সিং, আনুশ আগরওয়াল এবং হৃদয় চেদা দুর্দান্ত পারফর্ম করে দলগত ইভেন্টে সোনা জিতে নিয়েছেন। ৪১ বছরের ইতিহাসে প্রথমবার এশিয়ান গেমসে এই ইভেন্টে সোনা জিতেছে ভারত। দলের দিব্যকীর্তি ৬৮.১৭৬ পয়েন্ট, হৃদয় ৬৯.৯৪১ পয়েন্ট এবং আনুশ ৭১.০৮৮ পয়েন্ট পেয়েছে। ভারতীয় দল চিনের চেয়ে ৪.৫ পয়েন্ট এগিয়ে ছিল। ভারতীয় দল মোট ২০৯.২০৫ পয়েন্ট স্কোর করেছে। চিন মোট ২০৪.৮৮২ পয়েন্ট পেয়েছে। হংকং ২০৪.৮৫২ পয়েন্ট পেয়েছে। 

এর আগে ভারত শুটিংয়ে একটি এবং মহিলাদের ক্রিকেটে আরেকটি সোনা জিতেছিল। এই নিয়ে তৃতীয় সোনা জিতল ভারত। সোনা ছাড়াও রূপো এবং ব্রোঞ্জ পদকও পরপর জিতছে দেশ। তাই পদক তালিকায় ভালোই উন্নতি হচ্ছে।  

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *