টি-২০’তে অস্ট্রেলিয়ার মুখোমুখি ভারত

বিশ্বকাপের আগে শেষ প্রস্তুতি সিরিজ। আর সেই কারণেই ভারত-অস্ট্রেলিয়া দুই দলই নিজেদের শক্তি পরখ করে নিতে চাইবে। টানা তিন মাসের বিদেশ সফরের পর বিরাট কোহলিরা রবিবার বিশাখাপত্তনমে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে প্রথম টি-২০ ম্যাচ খেলতে নামছে। কিছুদিন আগেও কোহলিরা অস্ট্রেলিয়ার মাটিতে টেস্ট ও একদিনের সিরিজ জিতেছিল। তাই রাতারাতি দুই দলের অবস্থান এত সহজে বদল হওয়া সম্ভব নয়।

টি-২০’তে অস্ট্রেলিয়ার মুখোমুখি ভারত

বিশ্বকাপের আগে শেষ প্রস্তুতি সিরিজ। আর সেই কারণেই ভারত-অস্ট্রেলিয়া দুই দলই নিজেদের শক্তি পরখ করে নিতে চাইবে। টানা তিন মাসের বিদেশ সফরের পর বিরাট কোহলিরা রবিবার বিশাখাপত্তনমে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে প্রথম টি-২০ ম্যাচ খেলতে নামছে।

কিছুদিন আগেও কোহলিরা অস্ট্রেলিয়ার মাটিতে টেস্ট ও একদিনের সিরিজ জিতেছিল। তাই রাতারাতি দুই দলের অবস্থান এত সহজে বদল হওয়া সম্ভব নয়। তবে খেলাটা যেহেতু টি-২০, তাই আগাম কিছু বলা কঠিন। কিন্তু ঘরের মাঠে ভারত বরাবরের মতো এবারও ফেভারিট হিসাবেই শুরু করবে। ম্যাচ শুরু ভারতীয় সময় সন্ধ্যা ৭ টায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

two × three =