Asian Games: একমাত্র পেনাল্টি থেকে জয়, বাংলাদেশকে হারিয়ে অক্সিজেন পেল ভারত

Asian Games: একমাত্র পেনাল্টি থেকে জয়, বাংলাদেশকে হারিয়ে অক্সিজেন পেল ভারত

india

কলকাতা: এশিয়ান গেমসের প্রথম ম্যাচে চিনের কাছে ৫ গোলে বিধ্বস্ত হয়েছিল ভারত। কিন্তু আজকের বাংলাদেশ ম্যাচে ঘুরে দাঁড়াল তারা। যদিও জয়ের ব্যবধান বেশি নয়, ম্যাচ ড্র হতেও পারত, তাও এই একটা জয়ে প্রি-কোয়ার্টার ফাইনালের স্বপ্ন বেঁচে গেল ভারতের জন্য। গ্রুপের শেষ ম্যাচে মায়ানমারের বিরুদ্ধে খেলতে নামবেন সুনীলেরা। সেটা জিততেই হবে। 

এদিন বাংলাদেশকে ১-০ গোলে হারিয়েছে ভারত। ম্যাচের ৮৫ মিনিটের মাথায় পেনাল্টি থেকে গোল করেন সুনীল ছেত্রী। তাঁর ওই একটি গোলেই জয় পেয়েছে টিম ইন্ডিয়া। তবে গোটা ম্যাচ জুড়ে একের পর এক সুযোগ পেয়েছিল দল, একাধিক গোলে জিততে পারত তারা। কিন্তু শেষমেষ এই ১ গোলেই শান্ত থাকতে হল তাদের। আজকের ম্যাচে গতিতে মাঝে মাঝে ভারতের ফুটবলারদের টেক্কা দিচ্ছিলেন বাংলাদেশের ফুটবলাররা। ফিফা ক্রমতালিকায় ৮৭ ধাপ নীচে থাকা বাংলাদেশের বিরুদ্ধেও ভারত নিজেদের আসল খেলাটা খেলতে পারেনি। বারবার গোল বক্সের সামনে খেই হারাচ্ছিল তারা। 

আগের ম্যাচে চিনের কাছে ১-৫ গোলে হারটা স্বাভাবিকভাবে ভুলতে পারেনি ভারত। তাই আজকের ম্যাচে আলাদা রকম চাপ ছিল তাদের। তারওপর একাধিক গোলের সুযোগ নষ্ট হওয়ায় সেই চাপ আরও বাড়ছিল। তবে একটা সময় পর্যন্ত যখন মনেই হচ্ছিল যে ম্যাচ ড্র হবে, ঠিক সেই সময় পেনাল্টি পায় রাহুল কেপি, চুংনুগারা। সেই স্পট থেকে গোল করতে ব্যর্থ হননি দলের অধিনায়ক।   

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

12 + 5 =