Aajbikel

বিশ্বকাপে নজির গড়তে পারল না ভারত, প্রথম দেশ হিসাবে কোন কীর্তি গড়তে পারত রোহিতের দল?

 | 
রোহিত

কলকাতা: বিশ্বজয়ের স্বপ্ন অধরাই থেকে গেল৷ দশে দশ পেয়ে ফাইনালে উঠলেও, চূড়ান্ত পরীক্ষায় ডাহা ফেল। অস্ট্রেলিয়াকে হারিয়ে দেশের মাটিতে দ্বিতীয়বার বিশ্বকাপ জেতা হল না ভারতের৷ গড়া হল না নজির৷

এখনও পর্যন্ত এক দিনের বিশ্বকাপের ট্রফি ঝুলিতে পুরেছে ছ’টি দেশ৷ এক বার করে চ্যাম্পিয়ন হয়েছে পাকিস্তান, শ্রীলঙ্কা এবং ইংল্যান্ড। দু’বার করে কাপ জিতেছে ভারত এবং ওয়েস্ট ইন্ডিজ৷ আর সবচেয়ে বেশিবার বিশ্বকাপ জিতেছে অসিরা৷ এই নিয়ে ষষ্ঠ বার খেতাব জিতল অস্ট্রেলিয়া। এ বার বিশ্ব চ্যাম্পিয়ন হলে ঘরের মাঠে একাধিক বার বিশ্ব জয়ের কৃতিত্ব অর্জন করতে পারত ভারত। যা আর কোনও দেশের নেই।


ছয় বারের মধ্যে মাত্র এক বারই ঘরের মাঠে বিশ্বজয় করেছে ক্যাঙ্গারুর দেশ। ১৯৮৭ সালে প্রথম বার চ্যাম্পিয়ন হয় তারা। সে বারও আয়োজক দেশ ছিল ভারত এবং পাকিস্তান। ১৯৯৯ সালে দ্বিতীয় বার বিশ্ব চ্যাম্পিয়ন হয় অস্ট্রেলিয়া। সেবার খেলা হয়েছিল ইংল্যান্ডের মাটিতে৷ ২০০৩ সালে দক্ষিণ আফ্রিকার মাটিতে তৃতীয়বার খেতাব জেতে অসিরা। চতুর্থ বার ২০০৭ সালে ওয়েস্ট ইন্ডিজে গিয়ে কাপ ছিনিয়ে আনে হলুদ ব্রিগেড। এর পর ২০১৫ সালে পঞ্চম যখন বিশ্বকাপ জেতে অস্ট্রেলিয়া, তখন খেলা হয়েছিল ঘরের মাঠে। সে বার যৌথ ভাবে প্রতিযোগিতার আয়োজন করেছিল অস্ট্রেলিয়া এবং নিউ জিল্যান্ড।

১৯৭৫ এবং ১৯৭৯ সালে বিশ্বকাপ জিতেছিল ওয়েস্ট ইন্ডিজ। এই দু’বারই বিশ্বকাপের আয়োজন করেছিল ইংল্যান্ড। ১৯৯২ সালে ইমরান খানের নেতৃত্বে বিশ্বচ্যাম্পিয়ন হয় পড়শি পাকিস্তান। সে বার প্রতিযোগিতার যৌথ আয়োজক ছিল অস্ট্রেলিয়া এবং নিউ জিল্যান্ড। ১৯৯৬ সালে বিশ্বকাপ ওঠে শ্রীলঙ্কার হাতে। আসর বসেছিল ভারত এবং পাকিস্তানে। ২০১৯ সালে প্রথমবার ওয়ার্ল্ড কাপ চাম্পিয়ান হয় ইংল্যান্ড। ঘরের মাঠেই খেতাব জিতেছিল ইংরেজরা৷

১৯৮৩ সালে প্রথমবার বিশ্বজয় করে কপিল দেবের ভারত৷ সেই বছর বিশ্বকাপের আয়োজক দেশ ছিল ইংল্যান্ড৷ দ্বিতীয়বার ভারত বিশ্বজয়ী হয় ২০১১ সালে৷  সে বার বিশ্বকাপের আয়োজক ছিল ভারত-বাংলাদেশ। শ্রীলঙ্কাকে হারিয়ে চ্যাম্পিয়ান হয় মহেন্দ্র সিং ধোনির দল৷ ২০১১ সালের পর ২০২৩ সালে দ্বিতীয় বার ঘরের মাঠে বিশ্বকাপ জেতার সুযোগ ছিল ভারতের সামনে। তেমনটা হলে, বিশ্বের প্রথম দেশ হিসাবে দু’বার নিজেদের দেশে চ্যাম্পিয়ন হওয়ার কৃতিত্ব অর্জন করত মেন ইন ব্লু। সেই কৃতিত্বের দোরগোড়ায় পৌঁছেও খালি হতেই ফিরতে হল রোহিত শর্মার দলকে৷ 

Around The Web

Trending News

You May like