বল হাতে ম্যাচ ঘোরালেন সূর্য-রিঙ্কু! সুপার ওভারে শ্রীলঙ্কাকে হোয়াইট ওয়াশ টিম ইন্ডিয়ার

কলকাতা: শ্রীলঙ্কার বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজ খেলতে নেমে আগেই জয় নিশ্চিত করে ফেলেছিল সূর্যকুমারের ভারত৷ দ্বিতীয় ম্যাচ জিতেই সিরিজ পকেটে পোড়েন তাঁরা। রুদ্ধশ্বাস তৃতীয় ম্যাচে চরিথ…

কলকাতা: শ্রীলঙ্কার বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজ খেলতে নেমে আগেই জয় নিশ্চিত করে ফেলেছিল সূর্যকুমারের ভারত৷ দ্বিতীয় ম্যাচ জিতেই সিরিজ পকেটে পোড়েন তাঁরা। রুদ্ধশ্বাস তৃতীয় ম্যাচে চরিথ আসালঙ্কার দলকে  সুপার ওভারে আরও একবার হারিয়ে দিলেন সূর্যকুমার যাদবেরা। নেপথ্যে ছোট্ট একটি সিদ্ধান্ত। ১৯ তম ওভারে রিঙ্কু সিংয়ের হাতে বলে তুলে দিলেন ক্যাপ্টেন৷ আর তাতেই ঘুরল ম্যাচের মোড়।

 

আইপিএলএ-র মঞ্চেও যে রিঙ্কু সিং বল ঘোরাননি, সেই রিঙ্কুর উপরেই আস্থা রাখলেন অধিনায়ক সূর্যকুমার যাদব৷ মানও রাখলেন রিঙ্কু৷ হারা ম্যাচ জিতিয়ে দিয়ে গেলেন আইপিএল-এর পাঁচ ছক্কার মালিক। ১৯ তম ওভারে বল হাতে মাত্র ৩ রান দিয়ে ২ উইকেট তুলে নেন রিঙ্কু। শেষ ওভারে জেতার জন্য প্রয়োজন তখন ৬ রান। ফের চমকপ্রদ সিদ্ধান্ত নিলেন ক্যাপ্টেন৷  বল নিজের হাতে তুলে নিলেন সূর্য৷ শেষ ওভারে ৫ রান তোলায় ম্যাচ গড়াল সুপার ওভারে৷ আর তাতে অনায়াসেই জিতে গেল ভারত৷

 

যদিও এদিন ভারতের ব্যাটিং সে ভাবে নজর কাড়েনি৷ শুভমন গিল ছাড়া কেউ সে ভাবে দাঁড়াতে পারেননি৷ ৩৭ বলে ৩৯ রানের ইনিংস খেলেন তিনি৷ পরে রিয়ান পরাগ (১৮ বলে ২৬) এবং ওয়াশিংটন সুন্দর (১৮ বলে ২৫)-এর ব্যাটে ভর করে ফাইট করার জায়গায় পৌঁছয় ভারত৷