কটক: জয় দিয়েই ইন্টার কন্টিনেন্টাল কাপের অভিযান শুরু করল সুনীল ছেত্রীর ভারত। মঙ্গোলিয়ার বিরুদ্ধে ২-০ গোলে জিতল তারা। ম্যাচের শুরু থেকেই রাস নিজেদের হাতে রেখেছিল ‘ব্লু টাইগার্স’রা। তবে এই ম্যাচ আরও বেশি গোলে জেতা সম্ভব ছিল বলে মনে করছেন অনেক ফুটবল বিশেষজ্ঞরা। তবে যাই হোক, জয় দিয়ে শুরু করে ভারত যে অনেক বেশি আত্মবিশ্বাস জুগিয়েছে তা বলাই বাহুল্য।
এই ম্যাচের শুরুর প্রথম ২ মিনিটের মধ্যেই সাহাল আব্দুল শামাদের গোলে এগিয়ে যায় ভারত। অনিরুদ্ধ থাপার ক্রস থেকে বিপক্ষের জালে বল জড়ান তিনি। এরপর ১৫ মিনিটের মাথায় গোল করেন ছাংতে। কর্নার থেকে হাওয়ায় ভাসানো বলে জোরাল হেড দেন সন্দেশ ঝিঙ্গান। সেই বলে বিপক্ষের গোলকিপার বাঁচালে তা চলে আসে ছাংতের পায়ে। সেখান থেকে গোল করতে ভুল করেননি তিনি। প্রথমার্ধে এই স্কোর থাকায় মনে করা হচ্ছিল যে দ্বিতীয়ার্ধে আরও গোলের সংখ্যা বাড়াবে সুনীলরা। কিন্তু তেমনটা হয়নি। তবে পরে গোল করতে না পারলেও ভারতীয় রক্ষণ ভাঙতে একেবারেই ব্যর্থ হয় মঙ্গোলিয়াও।
এই প্রথমবার মঙ্গোলিয়ার সঙ্গে সাক্ষাৎ হল ভারতের। আর প্রথম ম্যাচেই জয় পেল তারা। শুধু গোল সংখ্যা নিয়ে কিছুটা মন খারাপ ফ্যানেদের। অনেকেই মনে করছেন, ভারত যা খেলছিল তাতে আরও ২-৩ গোল হওয়া উচিত ছিল দ্বিতীয়ার্ধে। তবে যাই হোক, জয় দিয়ে অভিযান শুরু করে সকলেই খুশি।