চিনের ‘প্রাচীর’ গুঁড়িয়ে চ্যাম্পিয়ন ভারত, টানা সাত জয়ে এশীয় হকি কাপ হরমনপ্রীতদের

কলকাতা: ফের এশিয় হকিতে বাজিমাত ভারতের৷ চিনকে হারিয়ে ট্রফি জয় হরমনপ্রীতদের৷ চিনকে ১-০ ব্যবধানে হারিয়ে এই নিয়ে পঞ্চম বার চ্যাম্পিয়ন হল ভারত। এশিয়ান চ্যাম্পিয়ন্স ট্রফির সেমিফাইনালে…

hockey

কলকাতা: ফের এশিয় হকিতে বাজিমাত ভারতের৷ চিনকে হারিয়ে ট্রফি জয় হরমনপ্রীতদের৷ চিনকে ১-০ ব্যবধানে হারিয়ে এই নিয়ে পঞ্চম বার চ্যাম্পিয়ন হল ভারত।

এশিয়ান চ্যাম্পিয়ন্স ট্রফির সেমিফাইনালে পাকিস্তানকে হারিয়ে প্রথম বার প্রতিযোগিতার ফাইনালে উঠেছিল চিন৷ প্রথম থেকেই আত্মবিশ্বাসী ছিল ‘চিনা বাহিনী’। রক্ষণ সামলে আক্রমণাত্মক মেজাজে মাঠে নেমেছিলেন তাঁরা। যকই কোনও ভারতীয় খেলোয়াড় ‘ডি’র মধ্যে ঢুকেছেন, তখনই তিন-চার জন মিলে তাঁকে ঘিরে ধরার চেষ্টা করেছেন। শট মারতে রীতিমতো বেগ পেতে হয় হরমনপ্রীতদের। বার বার আক্রমণ করলেও গোল করার কোনও পথ তৈরি করতে পারেননি চিন৷ ৫০ মিনিট পর্যন্ত দু’পক্ষই ছিল গোলশূন্য। ৫১ মিনিটের মাথায় চিনের প্রাচীর ভেঙে গোল করে ভারতে এগিয়ে দেন যুগরাজ সিং৷ এর পর আর ঘুরে দাঁড়াতে পারেনি ভারতের প্রতিপক্ষ৷