ভুবনেশ্বর: হকি বিশ্বকাপে গ্রুপ লিগের ম্যাচে কানাডাকে ৫-১ গোলে হারিয়ে কোয়ার্টার ফাইনালের পৌঁছল ভারত। ভারতের হয়ে একটি করে গোল করেন গোল করেন অধিনায়ক হরমনপ্রীত সিং, চিঙলেনসানা কানগুজাম, অমিত রহিদাস এবং দুটি গোল করেন ললিত উপাধ্যায়। কানাডার হয়ে একমাত্র গোলটি করেন ফ্লরিস ভ্যান সন।
