Aajbikel

হয়ে গেল ঘোষণা, ক্রিকেট বিশ্বকাপে ভারতীয় দল চমকবিহীন

 | 
rohit

নয়াদিল্লি: এশিয়া কাপ চলার মধ্যেই আসন্ন ক্রিকেট বিশ্বকাপের জন্য ঘোষণা হয়ে গেল ভারতীয় দল। সেইভাবে দেখতে গেলে এই দলে কোনও চমক নেই। মোটামুটি যা কল্পনা করা হয়েছিল, তেমনই দল ঘোষণা করা হয়েছে। তবে এশিয়া কাপের ১৭ জনের দল থেকে দু’জনকে বাদ দেওয়া হয়েছে। আইসিসি'র নিয়ম অনুযায়ী, ৫ সেপ্টেম্বরের মধ্যে বিশ্বকাপের প্রাথমিক দল ঘোষণা করতে হত অংশগ্রহণকারী দেশগুলিকে। সেই মতো দল ঘোষণা করল ভারত। যদিও এই ১৫ জনের দলে পরিবর্তন করা যাবে এবং তা করতে হবে ২৮ সেপ্টেম্বরের মধ্যে। 

ভারতের এই ঘোষিত দলে রয়েছেন পাঁচ জন ব্যাটার, দু’জন উইকেটরক্ষক-ব্যাটার, চার জন অলরাউন্ডার, তিন জন জোরে বোলার এবং এক জন স্পিনার। এশিয়া কাপের দল থেকে দু'জন বাদ, তিলক বর্মা এবং প্রসিদ্ধ কৃষ্ণ। তাঁদের পাশাপাশি বাদ গিয়েছেন রিজার্ভ সদস্য হিসাবে শ্রীলঙ্কায় এশিয়া কাপ খেলতে যাওয়া সঞ্জু স্যামসনও। এছাড়াও দলে জায়গা পাননি রবিচন্দ্রন অশ্বিন এবং যুজবেন্দ্র চহাল। এক জন বিশেষজ্ঞ স্পিনার নিয়েই দল তৈরি করা হয়েছে।

ভারতের ১৫ সদস্যের দল হল: রোহিত শর্মা (অধিনায়ক), হার্দিক পাণ্ড্য (সহ-অধিনায়ক), বিরাট কোহলি, শুভমন গিল, শ্রেয়স আয়ার, সূর্যকুমার যাদব, লোকেশ রাহুল, ঈশান কিশন, রবীন্দ্র জাডেজা, অক্ষর পটেল, শার্দূল ঠাকুর, মহম্মদ সিরাজ, কুলদীপ যাদব, যশপ্রীত বুমরা, মহম্মদ সামি।   

Around The Web

Trending News

You May like