স্লো-ওভারের রেটের দায়ে গুরুত্বপূর্ণ পয়েন্ট খোয়াল ভারত ও ইংল্যান্ড

স্লো-ওভারের রেটের দায়ে গুরুত্বপূর্ণ পয়েন্ট খোয়াল ভারত ও ইংল্যান্ড

নটিংহ্যাম: সবে শুরু হয়েছে ২০২১-২৩ সিজনের বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ। সদ্য প্রথম ইংল্যান্ড সফরের প্রথম টেস্ট খেলেছে বিরাট কোহলিরা। একে তো নিশ্চিত জেতা ম্যাচ বৃষ্টির জন্য ভেস্তে গিয়ে ম্যাচ ড্র করিয়ে ইংল্যান্ডের সঙ্গে ৪ পয়েন্ট ভাগ করে নিতে হল। আবার টেস্ট চ্যাম্পিয়নশিপের শুরুতেই বড়সড় ধাক্কা লাগল ভারত ও ইংল্যান্ড দুই শিবিরেই। ট্রেন্ট ব্রিজে প্রথম টেস্টে স্লো-ওভার রেটের মুখে পড়ে শাস্তি পেতে হল দুই দলকেই। প্রথম টেস্টের দুই মাঠের আম্পায়ার রিচার্ড ক্যাটেলবরো ও মাইকেল গফ এবং তৃতীয় আম্পায়ারের পাঠানো রিপোর্টের উপর ভিত্তি করে আইসিসি’র এলিট প্যানেলের ম্যাচ রেফারি ক্রিস ব্রড দুই দলকে শাস্তি দিয়েছেন।

আইসিসি কোড অফ কন্ডাক্টের ২.২২ ধারা অনুযায়ী, ম্যাচে নির্ধারিত সময়ের মধ্যে বোলিং শেষ না করতে পারলে সেই দল স্লো-ওভার রেটের শাস্তির আওতায় পড়ে। সেক্ষেত্রে শাস্তি হিসেবে সংশ্লিষ্ট দলের প্রত্যেক খেলোয়াড়ের ম্যাচ ফি থেকে প্রতি ওভার পিছিয়ে থাকার জন্য ২০ শতাংশ জরিমানা করা হয়। দেখা গিয়েছে, ট্রেন্ট ব্রিজে ভারত ও ইংল্যান্ড দুই দলই নির্ধারিত সময়ের চেয়ে ২ ওভার পিছিয়ে ছিল। তাই দুই দলের প্রত্যেক খেলোয়াড়কেই ম্যাচ ফি-এর ৪০ শতাংশ জরিমানা করা হয়েছে। ভারতীয় অধিনায়ক বিরাট কোহলি ও ইংরেজ অধিনায়ক জো রুট, দুজনেই তাদের দোষ মেনে নিয়েছেন।

আবার, বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ১৬.১১.২ ধারা অনুযায়ী, প্রতি ওভার পিছিয়ে থাকা মানে চ্যাম্পিয়নশিপে সেই দলের ১ পয়েন্ট করে কাটা যাবে। ভারত ও ইংল্যান্ড, দুই দলই যেহেতু নির্ধারিত সময়ের থেকে ২ ওভার পিছিয়ে ছিল তাই দুই দলেরই ২ পয়েন্ট করে কাটা গিয়েছে। দুই দলই টেস্ট চ্যাম্পিয়নশিপের শুরুতে ২ পয়েন্ট করে ঘরে তুলেছে। বৃহস্পতিবার ক্রিকেটের মক্কা লর্ডসে ভারত ও ইংল্যান্ড সিরিজের দ্বিতীয় টেস্ট খেলতে নামছে। খেলা শুরু হবে ভারতীয় সময় দুপুর ৩.৩০ মিনিটে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

nineteen − 5 =