ভারত-পাক যুদ্ধের মাঝে সংসারে আগুন শোয়েব-সানিয়ার পরিবারে!

নয়াদিল্লি: ভারত-পাক যুদ্ধের আবহে সংসারে আগুন লেগেছে শোয়েব-সানিয়ার পরিবারে৷ উইং কমান্ডার অভিনন্দনের প্রত্যাবর্তনের পরই প্রকাশ্যে এল শোয়েব-সানিয়ার দ্বন্দ্ব৷ সংসারের চার দেওয়ার ছাড়িয়ে খেলোয়াড় দম্পতির বাগযুদ্ধ এখন সোশ্যাল মিডিয়ায় হাটকেক৷ কিন্তু, হঠাৎ কেন এই দ্বন্দ্ব? জানা গিয়েছে, পাকিস্তানের আটক ভারতীয় পাইলট অভিনন্দন বর্তমান মুক্তি দেওয়া ঘোষণা হতেই নিজের দেশাত্মবোধ জাহির করেন শোয়েব৷ পাক সেনাবাহিনীকে আভিনন্দন জানায়ে

ভারত-পাক যুদ্ধের মাঝে সংসারে আগুন শোয়েব-সানিয়ার পরিবারে!

নয়াদিল্লি: ভারত-পাক যুদ্ধের আবহে সংসারে আগুন লেগেছে শোয়েব-সানিয়ার পরিবারে৷ উইং কমান্ডার অভিনন্দনের প্রত্যাবর্তনের পরই প্রকাশ্যে এল শোয়েব-সানিয়ার দ্বন্দ্ব৷ সংসারের চার দেওয়ার ছাড়িয়ে খেলোয়াড় দম্পতির বাগযুদ্ধ এখন সোশ্যাল মিডিয়ায় হাটকেক৷ কিন্তু, হঠাৎ কেন এই দ্বন্দ্ব?

জানা গিয়েছে, পাকিস্তানের আটক ভারতীয় পাইলট অভিনন্দন বর্তমান মুক্তি দেওয়া ঘোষণা হতেই নিজের দেশাত্মবোধ জাহির করেন শোয়েব৷ পাক সেনাবাহিনীকে আভিনন্দন জানায়ে ‘পাকিস্তান জিন্দাবাদ’ লিখে টুইট করেন৷ স্বামীর এহেন পোস্ট দেখে মাঠে নামেন স্ত্রী সানিয়া৷ ভারত-পাক উত্তপ্ত পরিস্থিতির মাঝে সানিয়া টুইটারে লেখেন, দেশের মাটিতে ফিরে আসায় আপনাকে স্বাগত। আপনিই আমাদের সত্যিকারের হিরো। গোটা দেশ আপনাকে সেলুট জানাচ্ছে। আর যে সাহসিকতার পরিচয় আপনি রাখলেন তার জন্য শ্রদ্ধা। জয় হিন্দ৷

ভারত-পাক যুদ্ধের মাঝে সংসারে আগুন শোয়েব-সানিয়ার পরিবারে!স্বামী-স্ত্রীর পরস্পর বিরোধী পোস্ট মুহূর্তেই ছড়িয়ে পড়ে সোশ্যাল দুনিয়ায়৷ শুরু হয়, সমর্থকদের টুইট যুদ্ধ৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

3 × 3 =