স্টিমাচ নন, ভারতীয় ফুটবল দল তৈরি হয় জ্যোতিষীর নির্দেশে! বিস্ফোরক তথ্য

নয়াদিল্লি: ইগর স্টিমাচ। ভারতীয় ফুটবল টিমের হেড কোচ সম্পর্কে নানা মুনির নানা মত। কেউ কেউ দাবি করে এসেছেন যে, তিনি ভারতের ফুটবলকে সঠিক পথে আনতে ব্যর্থ হয়েছেন। বিগত কয়েক বছরের পারফর্মেন্স নেই কথাই বলে। কিন্তু হালে আন্তর্জাতিক তিনটি টুনামেন্টে জয়ী হয়েছে ভারত। দুরন্ত পারফর্ম করেছেন সুনীল ছেত্রী, নাওরেম মহেশরা। তাতে দলের কোচের ওপরও সমর্থকদের আস্থা বেড়েছে। কিন্তু ঠিক এই সময়েই এমন একটা তথ্য বেরিয়ে এল যা অবাক করে দেবে। ভারতীয় ফুটবল দল নাকি কোচ স্টিমাচের নির্দেশে তৈরিই হয় না, তা তৈরি হয় জ্যোতিষীর পরামর্শে! একটি ইংরেজি দৈনিকে এমন খবরই প্রকাশিত হয়েছে।
সর্বভারতীয় ওই সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, স্টিমাচের সঙ্গে দিল্লি নিবাসী এক জ্যোতিষীর আলাপ করিয়ে দেন ফেডারেশনেরই কর্তাব্যক্তিরা। সেই জ্যোতিষীর কথামতো প্রথম একাদশ তৈরি করেন সুনীলদের কোচ। শুধু তাই নয়, টিম লিস্ট ওই জ্যোতিষীর কাছে পাঠালে নির্দিষ্ট ফুটবলাররা সেদিন কেমন খেলবেন তাও নাকি তিনি লিখে দিতেন। কাউকে বলতেন দারুণ, কাউকে বলতেন 'বিলো অ্যাভারেজ'। সংবাদমাধ্যম এও জানিয়েছে, ২০২২ সালের এশিয়ান কাপে আফগানিস্তানের বিরুদ্ধে ম্যাচের আগে জ্যোতিষীর সিদ্ধান্ত মতোই দল নামিয়েছিলেন স্টিমাচ। তাতে অবশ্যে ২-১ স্কোরে জয়ী হয় ভারত। এবার সেই ম্যাচ ভারতকে গ্রহ-নক্ষত্রের অবস্থান জিতিয়েছিল, নাকি ফুটবলাদের দক্ষতা, তা নিয়ে তর্ক হতেই পারে।
অন্য এক সংবাদসংস্থা মারফত এও জানা গিয়েছে, গত বছরের মে থেকে জুনের মধ্যে ভারতীয় দল যে চারটি ম্যাচ খেলেছিল তাতেও প্রতিটি ম্যাচের আগে সেই জ্যোতিষীকে প্লেয়ারদের তালিকা পাঠাতেন কোচ। তাঁর পরামর্শ অনুযায়ী দল নামানো হয়। এই সময়ের মধ্যেই জানা গিয়েছিল, ভারতীয় ফুটবল দল এক 'মোটিভেটর' নিয়োগ করেছে। পরে জানা যায়, এক জ্যোতিষ সংস্থার সঙ্গে চুক্তি হয়েছিল। আপাতত তাই এই খবর প্রকাশ্যে আসতেই চর্চা শুরু হয়েছে।