কলকাতা লিগের সূচি প্রকাশ, এখনও অনিশ্চিত মোহনবাগান-ইস্টবেঙ্গলের খেলা

কলকাতা লিগের সূচি প্রকাশ, এখনও অনিশ্চিত মোহনবাগান-ইস্টবেঙ্গলের খেলা

কলকাতা: এসসি ইস্টবেঙ্গল এবং এটিকে মোহনবাগান, কলকাতা ময়দানের দুই হেভিওয়েটকে হিসেবে ধরেই কলকাতা লিগের দ্বিতীয় পর্বের সূচি প্রকাশ করল আইএফএ। কিন্তু আপাতত কলকাতা লিগের খেলতে নামা দুই ক্লাবের কাছে এক অমীমাংসিত অঙ্কের মতো। কোনো দলই লিগে খেলার কোনোরকম নিশ্চয়তা দিতে পারেনি। তবুও ২৯ আগস্ট এটিকে মোহনবাগান এবং ৩১ আগস্ট এসসি ইস্টবেঙ্গলের খেলা রেখেছে ভারতের ফুটবল অ্যাসোসিয়েশন আইএফএ।

ইস্টবেঙ্গলের জন্য কলকাতা লিগে খেলতে নামা সত্যিই কঠিন। সোমবারই ইস্টবেঙ্গলের বিনিয়োগকারী সংস্থা শ্রী সিমেন্ট জানিয়ে দিয়েছে, তারা আর ইস্টবেঙ্গলের থাকছে না। সমস্ত সম্পর্ক ছিন্ন করে ইস্টবেঙ্গলকে তারা বিনা শর্তে স্পোর্টিং রাইটস ফিরিয়ে দেওয়ার কথা জানিয়েছে। এখন দিন সাতেকের মধ্যে নয়া স্পনসর জোগার করে লিগে খেলতে নামা শতাব্দী প্রাচীন ক্লাবের জন্য বেশ কঠিন। তবে এখানে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ক্লাবের পক্ষ নিয়ে কথা বলেছেন। এই ঘটনায় তিনি শ্রী সিমেন্ট কর্তৃপক্ষের কড়া নিন্দা করেছেন। দুই পক্ষের সঙ্গে তিনি সামনাসামনি বৈঠক করবেন বলেও জানিয়েছেন। বুধবার নবান্নে দুপুর ২টোয় এই বৈঠক ডাকা হয়েছে। এখন মুখ্যমন্ত্রী যদি এই সমস্যার সমাধান করতে পারেন তবেই এক সপ্তাহেরও কম সময়ে দল বানিয়ে কলকাতা ফুটবল লিগে নামতে পারে লাল-হলুদ বাহিনী।

অন্যদিকে, এটিকে মোহনবাগান এই মুহূর্তে মালদ্বীপে এএফসি কাপের খেলা নিয়ে ব্যস্ত। মঙ্গলবার গ্রুপ পর্বে তাদের শেষ খেলা বসুন্ধরা কিংসের সঙ্গে। তাই তারা এখনও কলকাতা ফুটবল লিগে খেলা নিয়ে মাথা ঘামাতে চাইছে না। তাদেরও খেলার কোনো নিশ্চয়তা নেই। যদিও ২৯ আগস্ট কল্যাণী স্টেডিয়ামে জর্জ টেলিগ্রাফের বিরুদ্ধে প্রথম খেলা রয়েছে এটিকে মোহনবাগানের। দু’দিন পর ৩১ আগস্ট ওই কল্যাণী স্টেডিয়ামেই ভবানীপুরের বিরুদ্ধে নিজের প্রথম ম্যাচে নামছে এসসি ইস্টবেঙ্গল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

sixteen − 14 =