Aajbikel

ফাইনালেও মাঠ ভরেনি! ICC-র তথ্যে মন ভরল না ভারতীয়দের

 | 
ভারত-পাকিস্তান

আহমেদাবাদ: রবিবার বিশ্বকাপের ফাইনালে অস্ট্রেলিয়ার মুখোমুখি হয়েছিল ভারত। আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে দর্শকদের ভিড় ছিল চোখে পড়ার মতো। যেদিকে তাকানো গিয়েছে সেদিকেই শুধু নীল জার্সির ছড়াছড়ি। এই স্টেডিয়ামে লোক বসতে পারে ১ লক্ষ ৩০ হাজার। অনেকেই ভেবেছিলেন রবিবার মোতেরা স্পোর্টস কমপ্লেক্সের এই স্টেডিয়াম রেকর্ড গড়েছে। কিন্তু আইসিসি যে তথ্য দিল তাতে মন ভরল না ভারতীয়দের। 

আইসিসি জানিয়েছে, রবিবার বিশ্বকাপ ফাইনালে মোট লোক হয়েছিল ৯২ হাজার ৫৪৩ জন। অর্থাৎ স্টেডিয়াম ভরেইনি! বিষয় হল, নিরাপত্তার কারণে যে স্টেডিয়ামে ২০ হাজার আসন ফাঁকা রাখা হয়। এটাই আন্তর্জাতিক প্রতিযোগিতার নিয়ম। সেই নিয়ম মেনেই দর্শক সংখ্যা প্রকাশ করেছে তারা। তাদের তথ্য অনুযায়ী, মেলবোর্ন স্টেডিয়ামের কাছে হেরে গিয়েছে নরেন্দ্র মোদী স্টেডিয়াম। কারণ ২০১৫ সালের অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডের বিশ্বকাপ ফাইনালে সেই স্টেডিয়ামে উপস্থিত ছিলেন ৯৩ হাজার ১৩ জন দর্শক। যদিও আইসিসি-র দাবি, ২০১৯ বিশ্বকাপ ফাইনালের থেকে এবার দর্শক বেশি হয়েছে।   

Around The Web

Trending News

You May like