একসময় ঝাড়ুদারের কাজ করেছেন ক্রিকেটর রিঙ্কু সিং! এখন কত সম্পত্তির মালিক?

বাড়িতে গ্যাস ডেলিভারী করতেন ক্রিকেটর রিঙ্কু সিংয়ের বাবা৷ সেই রিঙ্কু এখন কত কোটি টাকার মালিক জানেন? ঝাড়ুদারের কাজ করেছেন আলিগড়ের এই বাদশা৷ আর এখন ভারতীয়…

WhatsApp Image 2024 07 26 at 6.00.49 PM

বাড়িতে গ্যাস ডেলিভারী করতেন ক্রিকেটর রিঙ্কু সিংয়ের বাবা৷ সেই রিঙ্কু এখন কত কোটি টাকার মালিক জানেন? ঝাড়ুদারের কাজ করেছেন আলিগড়ের এই বাদশা৷ আর এখন ভারতীয় টিমে দর হু হু করে বাড়ছে রিঙ্কুর৷ টি-২০ ক্রিকেটের নতুন ‘বাদশা’ রিঙ্কু সিং ছোটবেলায় যথেষ্ট গরীব ছিলেন। একটা সময় তো তিনি ঝাড়ুদারের কাজও করেছেন। তিনি আর্থিক উপার্জনের জন্য মেঝেও পরিষ্কার করেছেন। তবে তাঁর ভাগ্যের চাকা এমনভাবে ঘুরেছে, যে কারণে আপাতত তিনি কোটিপতি৷

কটা বাড়ি কটা গাড়ির মালিক রিঙ্কু জানেন? ভারতীয় টি-২০ ক্রিকেট দলে বর্তমান সেনসেশন হলেন রিঙ্কু সিং। বর্তমানে তিনি আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছেন। ২০২৩ আইপিএল টুর্নামেন্টে তিনি গুজরাট টাইটান্সের বিরুদ্ধে টানা ৫ ছক্কা হাঁকিয়ে রাতারাতি তারকা হয়ে উঠেছিলেন। সেই সাফল্য তিনি এখনও পর্যন্ত ধরে রাখতে পেরেছেন।

বিভিন্ন মিডিয়া রিপোর্ট অনুযায়ী, রিঙ্কু সিংয়ের মোট সম্পত্তির পরিমাণ ৭ কোটি টাকা৷ একটা সময় রিঙ্কু স্থানীয় টুর্নামেন্টে খেলে বাইক পুরস্কার পেয়েছিলেন৷ সেই রিঙ্কুরই এখন রয়েছে বুলেট-সহ নানা বহুমূল্য গাড়ি৷ আলিগড়ের ওজোন সিটিতে ২০০ গজের একটি প্লটও রিঙ্কুর রয়েছে। জানা গিয়েছে, সেখানে বাড়ি বানাবেন নাইট তারকা। একটা সময় যে রিঙ্কুর বাবা বাড়ি বাড়ি গ্যাস ডেলিভারি করতেন। তিনি এখনও সে কাজ করেন। কিন্তু ছেলে নিজের পায়ে দাঁড়ানোয় খুশি রিঙ্কুর বাবা। পরিবারের পাশে এখন দাঁড়ান রিঙ্কু।
একসময় হতদরিদ্র এই যুবকের জীবন আইপিএল টুর্নামেন্টে একেবারে বদলে যায়৷

বর্তমানে তিনি শুধুমাত্র ভারতীয় ক্রিকেট দলের হয়েই খেলছেন না৷ কোটি-কোটি টাকা অর্থ উপার্জন করছে অন্য উত্স থেকেও৷ রিপোর্ট অনুযায়ী এ বছরের আইপিএলে কেকেআরের যোদ্ধা পেয়েছিলেন ১ কোটি বেতন। আইপিএলের পাশাপাশি রিঙ্কুর আয়ের উৎস বিভিন্ন ব্র্যান্ড এন্ডোর্সমেন্ট। এমআরএফ, এসজি, CEAT টায়ারের মতো ব্র্যান্ড থেকে আয় হয় রিঙ্কুর৷ বুলেট থেকে মারুতি সুজুকি সুইফট,টার্বো ডিজেল ফের্ড এন্ডেভার, টয়োটা ইনোভা ক্রিস্টা, মাহিন্দ্রা স্কর্পিওর মতো অনেক গাড়ি রয়েছে রিঙ্কু সিংয়ের৷