গুয়াহাটি: চার মাস আগে দুবাই থেকে খোয়া গিয়েছিল৷ ফুটবলের রাজপুত্র দিয়েগো মারাদোনার চুরু যাওয়া সেই দুষ্প্রাপ্য ঘড়ি উদ্ধার হল অসম থেকে৷ দুবাই পুলিশের দেওয়া তথ্যের ভিত্তিতে অভিযুক্তের নাগাল পায় অসম পুলিশ৷ তাঁর কাছ থেকে ঘড়িটি উদ্ধার করা হয়েছে৷ অভিযুক্ত ব্যক্তিকে গ্রেফতারও করেছে অসম পুলিশ৷ এই খবরটি নিজে টুইট করে জানিয়েছেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা৷
আরও পড়ুন – সপ্তমবার সেরার সেরা, ফের Ballon d’Or জিতলেন ফুটবলের রাজপুত্র লিওনেল মেসি
এদিন টুইট করে অসমের মুখ্যমন্ত্রী লেখেন, ‘আন্তর্জাতিক সহযোগিতায় অভিযান চালিয়ে কিংবদন্তি ফুটবলার দিয়েগো মারাদোনার চুরি যাওয়া দুষ্প্রাপ্য ঘড়িটি উদ্ধার করেছে অসম পুলিশ। ওয়াজিদ হুসেন নামে এক ব্যক্তিকে গ্রেফতারও করা হয়েছে। তাঁর বিরুদ্ধে আইনানুগ পদক্ষেপ করা হবে।’
সম্প্রতি দুবাই পুলিশের কাছ থেকে অসম পুলিশ জানাতে পারে যে মারাদোনার ঘড়িটি যিনি চুরি করেছেন, তিনি অসমে রয়েছেন৷ দুবাই পুলিশের তথ্যের ভিত্তিতেই খোঁজ শুরু হয়৷ শনিবার ভোর ৪টে নাগাদ অসমের শিবসাগর জেলায় নিজের বাড়ি থেকে ওয়াজিদকে গ্রেফতার করে অসম পুলিশ৷ এবং তাঁর বাড়ি থেকেই ওই দুষ্প্রাপ্য মূল্যবান ঘড়িটি উদ্ধার হয়।
মারাদোনার ব্যবহৃত কিছু ব্যক্তিগত সামগ্রী ছিল দুবাইয়ের একটি সংগ্রহশালায়৷ সেই সকল জিনিসে মারাদোনার সইও ছিল৷ দুবাইয়ের ওই সংগ্রহশালায় নিরাপত্তারক্ষীর কাজ করতেন ওয়াজিদ। গত অগস্ট মাসে সেখান থেকে ঘড়িটি চুরি করে তিনি অসমে পালিয়ে আসেন। তবে সেটি বিক্রি করার আগেই পুলিশের জালে ধরা পড়ে যান৷